সিউলে ‘বিশ্ব সাংস্কৃতিক আয়োজন’
- ‘গ্লোবাল প্যারেড’, ‘বিশ্ব হস্তশিল্পমেলা’
- সক্রিয়ভাবে অংশগ্রহণে দূতাবাস
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের অন্তর্গত ইয়ংসান এলাকার ইতেওয়ানে ১৫-১৬ অক্টোবর ‘ইতেওয়ান গ্লোবাল ভিলেজ ফেস্টিভ্যাল ২০২২’-এ বাংলাদেশ দূতাবাস অংশগ্রহণ করেছে। এ বছর আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশ দূতাবাস, সিউলসহ ইয়ংসান এলাকায় অবস্থিত বিভিন্ন দেশের মোট ২৬ দূতাবাস অংশগ্রহণ করে। দূতাবাস এই আন্তর্জাতিক উৎসবের ‘বিশ্ব সাংস্কৃতিক আয়োজন’, ‘গ্লোবাল প্যারেড’ ও ‘বিশ্ব হস্তশিল্পমেলা’ পর্বসমূহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
গত ১৫ অক্টোবর উৎসবটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। এতে দক্ষিণ কোরিয়ার মিনিস্ট্রি অফ ইউনিফিকেশনের মন্ত্রী কোয়ান ইয়ংসে ও ইয়ংসান এলাকার মেয়র পার্ক হি ইয়াংসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং অংশগ্রহণকারী দেশসমূহের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দেলওয়ার হোসেন উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই উৎসবটির ‘গ্লোবাল প্যারেড’ পর্বে দূতাবাসের সকল সদস্য ও প্রবাসী বাংলাদেশী নাগরিকগণ বর্ণাঢ্য ঐতিহ্যবাহী বাংলাদেশি পোশাকে সজ্জিত হয়েদেশীয় বাদ্যযন্ত্র, ফেস্টুন ও বাংলাদেশের পতাকা নিয়ে প্যারেডে অংশগ্রহণ করেন। এ উৎসবের ‘বিশ্ব হস্তশিল্পমেলা’ পর্বে বাংলাদেশের স্টলটিতে বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প সামগ্রী প্রদর্শন করা হয়। বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও পর্যটন স্থানসমূহের ছবি সম্বলিত আকর্ষণীয় ব্যানার ও পোস্টার দিয়ে স্টলটিকে সুসজ্জিত করা হয়।
বিপুল সংখ্যক দর্শনার্থী বাংলাদেশ স্টলটি পরিদর্শন করেন এবং বিভিন্ন হস্তশিল্পপণ্যের প্রতি বিশেষ আগ্রহ দেখান। উৎসবটির ‘বিশ্ব সাংস্কৃতিক আয়োজন’ পর্বে বাংলাদেশী শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনা উপস্থিত অতিথি ও দর্শকদের আমোদিত করে।
‘ইতেওয়ান গ্লোবাল ভিলেজ ফেস্টিভ্যাল ২০২২’-এ বাংলাদেশেরসক্রিয় ও বর্ণাঢ্য অংশগ্রহণ কোরিয়ান নাগরিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের নিকট বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার সুযোগ করে দিয়েছে। এধরনের আয়োজনে বাংলাদেশের অংশগ্রহণ দ্বিপাক্ষিক সাংস্কৃতিক বিনিময় ও দু’দেশের জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগকে আরও সুদৃঢ় করবে।