লেনদেন
- ডিএসইতে ১৫শ কোটি, সিএসইতে ২৯ কোটি
- সেরা ওরিয়ন ফার্মা, বেক্সিমকো
- সব ধরনের সূচক উত্থান
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল রবিবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেন পরিমাণ ডিএসইতে বাড়লেও সিএসইতে কমেছে। লেনদেন ডিএসইতে ১ হাজার ৫৩৩ কোটি টাকায় নেমে এসেছে। সিএসইতে ২৯ কোটি টাকায় নেমে এসেছে। উভয় স্টকে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত।
লেনদেন প্রসঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলেন, গতকাল ডিএসইতে বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। তবে বিক্রয়ের চাপ কম ছিল। তবে বিক্রয়ের চাপ ছিল বেশি। অপরদিকে সিএসইতেও বেশির ভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল। বিক্রয়ের চাপ কম ছিল। ক্রয়ের চাপ বেশি ছিল।
গতকাল ডিএসইতে ১ হাজার ৫৩৩ কোটি ৪০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ২১৬ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৮ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫৩১ দশমিক ৫৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৪০ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রম ২ হাজার ৩৩৩ দশমিক ৮২ পয়েন্টে এবং ১ হাজার ৪২৩ দশমিক ৫৫ পয়েন্টে।
গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৩টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮১টি এবং কমেছে ১১৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৭টির। এদিন ডিএসইতে ওরিয়ন ফার্মার শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ওরিয়ন ফার্মা ১২১ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ১শ কোটি ৯৩ লাখ টাকা, ইস্টার্ন হাউজিং ৭৩ কোটি ৭৪ লাখ টাকা, জেএমআই হসপিটাল ৬৬ কোটি ২৫ লাখ টাকা, বিবিএস ৫৭ কোটি ৩৬ লাখ টাকা, করপোরেট ৪৪ কোটি ৯২ লাখ টাকা, শাইনপুকুর সিরামিক ৪৪ কোটি ৭৫ লাখ টাকা, বিবিএস কেবলস ৪১ কোটি ৬২ লাক টাকা, ইন্ট্রাকো ৩০ কোটি ৫৭ লাখ টাকা এবং বসুন্ধরা পেপার ৩০ কোটি ১৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপরদিকে, সিএসইতে গতকাল লেনদেন হয়েছে ২৯ কোটি ২৫ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ৮৭ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৪৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৯টি, কমেছে ৫৫টি এবং পরিবর্তন হয়নি ১০৩টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৯২ দশমিক ৩০ পয়েন্টে।
এছাড়া সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৭৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১২ দশমিক ১৪ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪৩ দশমিক ৪১ পয়েন্ট এবং সিএসআই সূচক ৮ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৯২ দশমিক ৩০ পয়েন্টে, ১৩ হাজার ৪৮৫ দশমিক ৪২ পয়েন্ট, ১১ হাজার ৫৪৫ দশমিক ৭৫ পয়েন্ট এবং ১ হাজার ২৪২ দশমিক ২৬ পয়েন্টে।
এদিন সিএসইতে ওরিয়ন ফার্মার শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ওরিয়ন ফার্মা ৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ২ কোটি ১৬ লাখ টাকা, স্কয়ার ফার্মা ১কোটি ৫২ লাখ টাকা, ইবনে সিনা ১ কোটি ৪৯ লাখ টাকা, কেয়া কসমেটিকস ১ কোটি ১৮ লাখ টাকা, জেএমআই হসপিটাল ১ কোটি ২ লাখ টাকা, বিবিএস ১ কোটি ১ লাখ টাকা, বিবিএস কেবলস ৯৩ লাখ টাকা, সাইফ পাওয়ারটেক ৯০ লাখ টাকা এবং সন্ধানি ইন্সুরেন্স ৮১ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।