- লেনদেন সেরা বেক্সিমকো
- প্রধান সূচক উত্থান, মন্দায় লেনদেন
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল বৃহস্পতিবার প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন বেশির ভাগ কোম্পানির শেয়ার দর ডিএসইতে অপরিবর্তিত থাকলেও সিএসইতে কমেছে। এদিন দুই স্টকের লেনদেন পরিমান কমেছে। ডিএসইর লেনদেন কমে ১২শ কোটি টাকায় ঘরে অবস্থান করেছে। সিএসইর লেনদেন কমে ১৮ কোটি টাকার ঘরে চলে এসেছে।
সরকারের নতুন সময় সূচির প্রথম কার্যদিবস গত ২৪ আগস্ট (বুধবার) পতন হয়েছিল। যা আগের টানা ছয় কার্যদিবস উত্থানের পর এই মন্দা। পতন পরের গত দুই কার্যদিবস (বৃহস্পতিবার ও রবিবার) ধরে উত্থানে রয়েছিল পুঁজিবাজার। ওই সময় লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়িয়েছিলো। পরেরদিন সোমবার লেনদেনে ভাটা পড়ে। এরপরের দুই কার্যদিবস লেনদেন কিছুটা বাড়ে। এর পরদিন লেনদেন কমে। পরের কার্যদিবস লেনদেন বেড়ে ২৩শ কোটি টাকায় ওঠেছিল। এরপর কার্যদিবসগুলো লেনদেন বাড়া-কমার মধ্যে ছিল। এর মধ্যে লেনদেন কমার গতি বেশি ছিল। সেখান থেকে লেনদেন আরো কমে গতকাল বৃহস্পতিবার ১২শ কোটি টাকার ঘরে নেমে এসেছে। এদিন ডিএসইর সব ধরনের সূচকের উত্থান হয়েছে। বেশিরভাগ কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত।
গতকাল বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ২৪২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবস বুধবার লেনদেন হয়েছিল ১ হাজার ৩০৭ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৭ দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৫১৫ দশমিক শূন্য ১ পয়েন্টে। এছাড়া এদিন ডিএসই-৩০ সূচক ১৩ দশমিক ১১ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ১২ দশমিক শূন্য ২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ৩৪৬ দশমিক ৩৫ পয়েন্ট এবং ১ হাজার ৪২৯ দশমিক ৫৫ পয়েন্টে।
গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৭১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১২৩টি এবং কমেছে ১০৭টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৪১টির। এদিন ডিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বেক্সিমকো ১৮০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা ৯৫ কোটি ৯৬ লাখ টাকা, জেএমআই হসপিটাল ৬৪ কোটি ৫০ লাখ টাকা, বিডি কম ৩১ কোটি ৯ লাখ টাকা, নাহি এ্যালুমিনিয়াম ২৯ কোটি ৭২ লাখ টাকা, ইউনিক হোটেল ২৯ কোটি ১৪ লাখ টাকা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ২৩ কোটি ৮৬ লাখ টাকা, শাইনপুকুর সিরামিকস ২১ কোটি ২৩ লাখ টাকা, লার্ফাজ-হোল্ডসিম ১৯ কোটি ৫৯ লাখ টাকা এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশন ১৯ কোটি ২৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।
অপরদিকে সিএসইতে গতকাল বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৮ কোটি ৩৫ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস বুধবার ২১ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৬৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৮টি, কমেছে ৯১টি এবং পরিবর্তন হয়নি ৮৫টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭২ দশমিক ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৪১ দশমিক শূন্য ২ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৫ দশমিক ৭৬ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪৩ দশমিক ৯৩ পয়েন্ট এবং সিএসআই সূচক ১০ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৯৮ দশমিক ৫৬ পয়েন্টে, ১১ হাজার ৪৭২ দশমিক ৮১ পয়েন্টে এবং ১ হাজার ২৩৩ দশমিক ৫৮ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৩৩ দশমিক ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১১ দশমিক ৯৬ পয়েন্ট।
এদিন সিএসইতে বেক্সিমকোর শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন বেক্সিমকো ১ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে ওরিয়ন ফার্মা ১ কোটি ৩৬ লাখ টাকা, জেএমআই হসপিটাল ১ কোটি ২৫ লাখ টাকা, ইউনিক হোটেল ৮৪ লাখ টাকা, মালেক স্পিনিং ৪৬ লাখ টাকা, লার্ফাজ-হোল্ডসিম ৪৬ লাখ টাকা, আইএফআইসি ৪০ লাখ টাকা একমি ল্যাব ৩৪ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।