সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের বৃদ্ধিতে রাজস্বে সুবাতাস

সূচকের বৃদ্ধিতে রাজস্বে সুবাতাস
  • ডিএসইতে রাজস্ব আহরণ দ্বিগুণ
  • পুঁজিবাজারে লেনদেন বেড়েছে দ্বিগুণ

দেশের প্রধান পুঁজিবাজারের ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) আগের তুলনায় লেনদেনের গতি বাড়ছে। ফলে সেখান থেকে রাজস্ব আহরনও বেড়েছে। চলতি অর্থবছরের (২০২২-২০২৩) জুলাই মাসের তুলনায় চলতি অর্থবছরের আগস্ট মাসে ডিএসইর থেকে সরকারের রাজস্ব আহরণ বেড়েছে ১৮ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৬৩০ টাকা। গতকাল বৃহস্পতিবার ডিএসইর সূত্রে এ তথ্য জানা যায়।

এদিকে চলতি অর্থবছরের জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে ডিএসই থেকে সরকারের রাজস্ব বেড়েছে দ্বিগুণের বেশি। পুঁজিবাজার সংশিষ্টরা বলছেন, চলতি বছরের জুলাই মাসের তুলনায় আগস্ট মাসে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। সূচক বাড়ায় লেনদেন বেড়েছে প্রায় দ্বিগুণ। একারণে ডিএসই থেকে রাজস্ব আহরণ বেড়েছে।

বিদায়ী মাস আগস্টে ডিএসইর থেকে রাজস্ব আহরণ হয়েছে ৩২ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৮৫৯ টাকা। এর আগে মাসে অর্থাৎ জুলাই মাসে রাজস্ব আহরন পরিমাণ ছিল ১৪ কোটি ৩৫ লাখ ৫১ হাজার ২২৯ টাকা। এক মাসের ব্যবধানে রাজস্ব আহরন বেড়েছে ১৮ কোটি ৫১ লাখ ৩৪ হাজার ৬৩০ টাকা।

আগস্ট মাসে সাধারণ বিনিয়োগকারী অর্থাৎ ডিএসইর সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে ২৬ কোটি ১৫ লাখ ৯১ হাজার ৭৭১ টাকা রাজস্ব আহরণ হয়েছে। এর আগে জুলাই মাসে রাজস্ব আহরন হয়েছিল ১২ কোটি ৮০ লাখ ৮০ হাজার ৭৯৮ টাকা। এক মাসের ব্যবধানে সদস্য প্রতিষ্ঠান থেকে রাজস্ব আহরণ বেড়েছে ১৩ কোটি ৩৫ লাখ ১০ হাজার ৯৭৩ টাকা।

আরও পড়ুনঃ  চালের বাজারে অস্থিরতার শঙ্কা

অপরদিকে, উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে আগস্ট মাসে ৬ কোটি ৭০ লাখ ৯৪ হাজার ৮৮ টাকা টাকা রাজস্ব আহরণ হয়েছে। এর আগের মাসে জুলাই ডিএসই উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারধারীদের কাছ থেকে রাজস্ব আহরণ হয়েছিল এক কোটি ৫৪ লাখ ৭০ হাজার ৪৩১ টাকা। এক মাসের ব্যবধানে রাজস্ব আহরণ বেড়েছে ৫ কোটি ১৬ লাখ ২৩ হাজার ৬৫৭ টাকা।

রাজস্ব আহরণ বাড়ার প্রসঙ্গে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, চলতি অর্থবছরের আগস্টে ডিএসইর পুঁজিবাজারের লেনদেন বেড়েছে। লেনদেন বাড়লে সরকার বেশি রাজস্ব পাবে, এটাই স্বাভাবিক। তাই রাজস্ব আহরন বাড়াতে সরকারের উচিৎ হবে, সামনে যেকোনো ভাবেই হোক পুঁজিবাজারের এই চাঙা ধরে রাখা।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থার বিভিন্ন পদক্ষেপে পুঁজিবাজারের লেনদেন বেড়েছে জানিয়ে শাকিল রিজভী বলেন, সম্প্রতি দরপতন ঠেকাতে বিএসইসি শেয়ারের দাম কমার ক্ষেত্রে ফ্লোর প্রাইস নির্ধারণ করেছে। আবার পুঁজিবাজারে ব্যাংকের বিনিয়োগ সীমা গণনার পদ্ধতি ক্রয়মূল্যে করা হয়েছে। এছাড়া পুঁজিবাজারের অনিয়ম কঠোরভাবে নিয়ন্ত্রণসহ অর্থ জরিমানায় ঘুরে দাঁড়াচ্ছে পুঁজিবাজার। এই ধারা অব্যাহত থাকলে সামনে লেনদেন আরও বাড়বে। লেনদেন বাড়লে ডিএসই থেকে আরো বেশি রাজস্ব আহরন করবে সরকার। 

ডিএসইর এক উর্ধ্বতন কর্মকর্তা বলেন, চলতি বছরের আগস্ট মাসে ডিএসইতে লেনদেন হয়েছে ২৪ হাজার ৩৫৫ কোটি ৬ লাখ ১২ হাজার ৯৬০ টাকা। সেখান থেকে সরকার রাজস্ব পেয়েছে ৩২ কোটি ৮৬ লাখ ৮৫ হাজার ৮৫৯ টাকা। আগের মাসে জুলাই ডিএসইতে লেনদেন হয়েছিল ১২ হাজার ২৮৪ কোটি ১২ লাখ ৩৩ হাজার ২১২ টাকা। ওইসময় সরকার রাজস্ব পেয়েছিল ১৪ কোটি ৩৫ লাখ ৫১ হাজার ২২৯ টাকা।

আরও পড়ুনঃ  বিশ্ব জুড়ে ভিন্নভাবে নতুন বছর উদযাপন

এদিকে চলতি অর্থবছরের জুলাই মাসের তুলনায় আগস্টে রাজস্ব বাড়লেও গত অর্থবছরের (২০২১-২০২২) আগস্ট মাসের তুলনায় চলতি অর্থবছরের আগস্ট মাসে সরকারের রাজস্ব আয় কমেছে ১৭ কোটি ৩৪ লাখ ৯৯ হাজার ১৮৮ টাকা। গত অর্থবছরে আগস্ট মাসে সরকারের রাজস্ব আহরন হয়েছিল ৫০ কোটি ২১ লাখ ৮৫ হাজার ৪৭ টাকা।

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন