ঢাকা | মঙ্গলবার
৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন সময়সূচির দিনে পতন

নতুন সময়সূচির দিনে পতন

পুঁজিবাজারে সব ধরনের সূচক পতন

লেনদেন

  • কমেছে বেশির ভাগ কোম্পানির দর
  • ডিএসইর লেনদেন ১১শ কোটিতে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল বুধবার সব ধরনের সূচকের পতন হয়েছে। কমেছে দুই স্টকের বেশির ভাগ কোম্পানির শেয়ার দর। এদিন ডিএসইর লেনদেন ১১শত কোটি টাকার ঘরের অবস্থান করেছে।

সরকারের নতুন সময় সূচির প্রথম কার্যদিবসে এধরনের পতন হয়। অবশ্য এর আগে টানা ছয় কার্যদিবস উত্থানের ছিল। এ ধরনের উত্থানের পর গতকালের পতনকে স্বাভাবিক ভাবেই দেখছেন পুঁজিবাজার সংশ্লিষ্টরা। 

স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই (রবিবার) পুঁজিবাজারে বড় উত্থান হয়েছিল। ওইদিন রবিবারের মতো পরেরদিন সোমবারে পুঁজিবাজার উত্থান ছিল। এরপরের তিন কার্যদিবস (মঙ্গলবার থেকে বৃহস্পতিবার) উত্থান ধারা অব্যাহত ছিল। উত্থান কারনে স্বস্তিতে ছিলো বিনিয়োগকারীরা। সেই স্বস্তি পরের চার কার্যদিবসের মন্দায় পুঁজিবাজারের কাল হয়ে দাঁড়িয়েছিলো। টানা পতনে ক্রেতার সংখ্যা বহুগুনে হারায়। এরপর গত ছয় কার্যদিবস উত্থানে ফিরে আসলো। সেই উত্থানের পর ফের গতকাল পতনে ফিরলো পুঁজিবাজার।

আরও জানা যায়, গতকাল বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ১৩৩ কোটি ৭১ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার লেনদেন হয়েছিল ১ হাজার ৪৮৭ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার। গতকাল ডিএসইতে লেনদেন হওয়া ৩৮০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭১টি বা এবং কমেছে ২১৫টির। শেয়ার পরিবর্তন হয়নি ৯৪টির।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৫ দশমিক ৪৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮০ দশমিক ৩৫ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ২১ দশমিক ৬৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৮ দশমিক শূন্য ৬ পয়েন্ট কমে যথাক্রমে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৩ দশমিক ৬৮ পয়েন্ট এবং ১ হাজার ৩৭৯ দশমিক ৬০ পয়েন্টে।

এদিন ডিএসইতে ওরিয়ন ফার্মার শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ওরিয়ন ফার্মা ৭৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা এদিন অন্য কোম্পানিগুলোর মধ্যে বেক্সিমকো ৪৮ কোটি ৮৯ লাখ টাকা, আইপিডিসি ফাইন্যান্স ৩৭ কোটি ৪৩ লাখ টাকা, মালেক স্পিনিং ৩৫ কোটি ৪০ লাখ টাকা, মেট্রো স্পিনিং ৩৩ কোটি ৭০ লাখ টাকা, ওরিয়ন ইনফিউশন ৩৩ কোটি ২৯ লাখ টাকা, অলিম্পিক ২৫ কোটি ৮৮ লাখ টাকা, সামিট এয়ালেন্স পোর্ট ২৫ কোটি ৬৮ লাখ টাকা, বাংলাদেশ শিপিং কর্পোরেশন ২২ কোটি ৭ লাখ টাকা এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস ২০ কোটি ৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

অপরদিকে, সিএসইতে গতকাল বুধবার লেনদেন হয়েছে ২৮ কোটি ৮৫ লাখ টাকা শেয়ার। আগের কার্যদিবস মঙ্গলবার ৪৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৮৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭৫টি, কমেছে ১৩৭টি এবং পরিবর্তন হয়নি ৭৫টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬৬ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৩ দশমিক ৯৩ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৭ দশমিক ৭৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ৪৬ দশমিক ২০ পয়েন্ট, সিএসসিএক্স সূচক ৪০ দশমিক ৩৪ পয়েন্ট এবং সিএসইআই সূচক ৪ দশমিক ২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩৪৯ দশমিক শূন্য ২ পয়েন্টে, ১৩ হাজার ৩৬০ দশমিক ২৭ পয়েন্টে, ১১ হাজার ৮৮ পয়েন্ট এবং ১ হাজার ১৮৩ দশমিক ৫৩ পয়েন্টে।

এদিন সিএসইতে ওরিয়ন ফার্মার শেয়ার কেনাবেচায় কদর সবচেয়ে বেশি ছিল। ফলে লেনদেন শীর্ষে কোম্পানিটির শেয়ার স্থান পায়। এদিন ওরিয়ন ফার্মা ১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়। লেনদেনের শীর্ষ অবস্থানে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে মেট্রো স্পিনিং ১ কোটি ১২ লাখ টাকা, মালেক স্পিনিং ১ কোটি ১১ লাখ টাকা, স্কয়ার ফার্মা ১ কোটি ১০ লাখ টাকা, বিট্রিশ আমেরিকান টোব্যাকো ১ কোটি ৯ লাখ টাকা, বেক্সিমকো ১ কোটি ৪ লাখ টাকা, আইএফআইসি ৯৯ লাখ টাকা, সামিট এয়ালেন্স পোর্ট ৯০ লাখ টাকা, ফু-ওয়াং ফুড ৬২ লাখ টাকা এবং এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন ৫৮ রাখ টাকার শেয়ার কেনাবেচা হয়।

সংবাদটি শেয়ার করুন