সারা দেশের মানুষ যখন শীতের প্রকোপে কাবু তখন রাজধানীর বাজরগুলোতে শাকসবজির দাম আবার চাঙ্গা। বাজারে শীতের সবজির ভরপুর সরবরাহ থাকলেও দাম কিছুটা বাড়তি রয়েছে। এদিকে ফুলকপি, বাঁধাকপি, গাজর, লাউ, মুলা, ও শিমসহ অধিকাংশ সবজির দাম কমলেও বেড়েছে তিতা করলার দাম।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর টাউনহল বাজার, রায়ের বাজার, কৃষি মার্কেটসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, বাজার ও মানভেদে করলা কেজিপ্রতি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে ,যা এক সপ্তাহ আগে ৬০-৭০ টাকা ছিল। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে করলার দাম কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে।
টাউনহল বাজারের ব্যবসায়ী সোহাগ বলেন, বাজারে এখন করলার সরবরাহ কম। এ কারণে দামও একটু বেশি। শীতের সবজির দাম কম রয়েছে, সামনে আরও কমবে। তবে করলার দাম কোনভাবেই কমার সম্ভাবনা নেই।
বাজারে শিম, ফুলকপি ও গাজরের দাম কমলেও শীতের অন্যতম সবজি পাকা টমেটোর দাম এখনও বেশ চড়া। গত সপ্তাহের মতো চলতি সপ্তাহেও বাজার ও মানভেদে দেশি পাকা টমেটো বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকা কেজি দরে। আর আমদানি করা পাকা টমেটোর কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা।
দাম অপরিবর্তিত নতুন গোল আলু কেজি ৩০-৪০ টাকা, পেঁপে ৩০-৩৫ টাকা, মুলা ২০-৩০ টাকা, শালগম ৩০-৪০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।
লালমাটিয়ার বাসিন্দা ফাতেমা ইসলাম বলেন, শিম, গাজর, ফুলকপির দাম কিছুটা কমলেও বেশিরভাগ সবজির দাম এখনও বেশ চড়া। অথচ বাজারে সব ধরনের সবজির পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ভালো মানের পাকা টমেটোর কেজি ৮০ টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম তো একশ টাকার নিচে নামছে না। আসলে বাজারে কার্যকর নজরদারি না থাকায় এ অবস্থা। বাজারে কঠোর নজরদারি থাকলে অনেক কিছুর দাম কমে যেত।
আনন্দবাজার/ইউএসএস