শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

সারাদেশে জেঁকে বসেছে শীত

হঠাৎ করেই সারাদেশে জেঁকে বসেছে শীত। বুধবার (১৮ ডিসেম্বর) শীতের মাত্রা আগের চেয়ে আরও দ্বিগুন হারে বেড়েছে। এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় তাপমাত্রা নামছে হুহু করে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে দুয়েকদিনের মধ্যেই পরপর ২টি শৈত্যপ্রবাহ আসছে।

আবহাওয়া অধিদফতর আরও জানিয়েছে, আগামী দুয়েকদিনের মধ্যেই দেশের উত্তর–পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। সারাদেশের তাপমাত্রা আরও কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়া অধিদফতর এর তথ্যমতে, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেতুলিয়ায় ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৬, ময়মনসিংহে ১৪ দশমিক ৬, চট্টগ্রামে ১৭ দশমিক ৩, সিলেটে ১৫ দশমিক ৪, রাজশাহীতে ১৪ দশমিক ৩, রংপুরে ১৩, খুলনায় ১৭ দশমিক ৪ এবং বরিশালে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান গণমাধ্যমকে জানান, ‘ডিসেম্বরের এই সময়ে তাপমাত্রা কমে যেতে শুরু করে। এরইমধ্যে কমতে শুরুও করেছে।’

তিনি জানান, ‘আবহাওয়ার তাপমাত্রা কমে গিয়ে দেশের সব অঞ্চলে নয়, বিশেষ করে উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ দুই একদিনের মধ্যেই শুরু হতে পারে। উত্তরাঞ্চলের সাথে মিল রেখে দেশের পশ্চিমাঞ্চলেও কিছুটা শৈত্যপ্রবাহ হতে পারে। এছাড়া অন্য এলাকার তাপমাত্রাও কমার সম্ভাবনা রয়েছে।’

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জাপানে তৈরি পোশাকখাতে রফতানি বাড়ানোর উদ্যোগ

সংবাদটি শেয়ার করুন