মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়ের মাসে রাজাকারের তালিকা প্রকাশ

১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। রোববার এক সংবাদ সম্মেলনে এই রাজাকারের তালিকা ঘোষণা করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।  আর এই তালিকা পাওয়া যাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে। বিজয়ের মাসে এমন একটি কাজকে সাধুবাদ জানিয়েছেন দেশের সর্বস্তরের মানুষ।

আ ক ম মোজাম্মেল হক বলেন, স্বাধীনতার বিরোধিতাকারী রাজাকারদের নাম, পরিচয় ও ভূমিকা সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে। তাই এই তালিকা প্রকাশ করা হয়েছে। আরও যাচাই-বাছাই করে ধাপে ধাপে আরও তালিকা প্রকাশ করা হবে।

তিনি বলেন, যারা ৭১ সালে রাজাকার, আলবদর, আল শামস বা স্বাধীনতাবিরোধী হিসেবে পাকিস্তান সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন এবং যেসব পুরোনো নথি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংরক্ষিত ছিল, সেটুকু প্রকাশ করা হয়েছে। এ ছাড়া যেসব দালিলিক প্রমাণ পাওয়া যাবে, শুধু সেটুকু প্রকাশ করা হবে। কোনো তালিকা শতভাগ নিশ্চিত না হয়ে প্রকাশ করা হবে না। তাছাড়া অন্যায়ভাবে কেউ তালিকাভুক্ত হবে না।

এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, আইনগত ব্যবস্থা নেওয়ার সঙ্গে এই তালিকার কোন সম্পর্ক নেই। যদি কেউ বাদী হয়ে সুনির্দিষ্ট অভিযোগ আনেন, তবে মামলা হবে। আমরা এই তালিকা প্রকাশ করেছি, কারণ ৭১ সালে কার কী ভূমিকা ছিল, নতুন প্রজন্মের তা জানা প্রয়োজন।

এসময় একই সঙ্গে মুক্তিযোদ্ধাদের একটি তালিকাও প্রকাশ করেন তিনি। মন্ত্রী জানান, মুক্তিযোদ্ধার সংখ্যা ২ লাখ ১০-১২ হাজারের বেশি হবে না। মুক্তিযোদ্ধাদের তালিকা এখনো চূড়ান্ত হয়নি। আগামী ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

আরও পড়ুনঃ  চীনে আরেক ভাইরাস

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email

সংবাদটি শেয়ার করুন