প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশকে আমি আমার পরিবার মনে করি। নিজের পরিবারের সদস্যদের প্রতি আমি যে দায়িত্ব পালন করে থাকি, অনুরূপ বাংলাদেশের মানুষের প্রতিও আমি সেই দায়িত্ব মনোযোগ পালন করে থাকি। তিনি বলেন, আমার দৃষ্টিতে ক্ষমতা ভোগের বিষয় নয়, ক্ষমতা হচ্ছে একটা দায়িত্ব,যা পালন করার বিষয় এবং দেশের মানুষের সেবা করার বিষয়।
তিনি আরও বলেছেন, প্রথম প্রধানমন্ত্রী হয়ে আমি ঘোষণা করেছিলাম, আমি সেবক হিসেবে কাজ করতে চাই, প্রধানমন্ত্রী হিসেবে নয়। কারণ জাতির পিতার কন্যা হিসেবে আমি মনে করি, এটা আমার দায়িত্ব।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমিতে ১১৩, ১১৪ ও ১১৫তম আইন এবং প্রশাসন কোর্সের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।
এসময় কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমাদের আত্মসংযম, আত্মনিয়োগ এবং আত্মশুদ্ধির প্রয়োজন। বিভিন্ন প্রশিক্ষণ ও জ্ঞান চর্চার মাধ্যমে নিজেকে প্রস্তুত করতে হবে। ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে জানার পরিধি এবং জ্ঞানচর্চা বাড়াতে হবে। নিজের পরিবারের সদস্যদের মতোই দেশের মানুষের প্রতিও দায়িত্ব পালন করতে হবে।
আননবদবাজার/এফআইবি