ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ডলারের বিপরীতে টাকা অবমূল্যায়নের সুপারিশ বাণিজ্যমন্ত্রীর

পোশাক খাতে রপ্তানি আয়ের প্রবৃদ্ধি আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় অর্থমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গত ২৮ নভেম্বর পোশাক খাতের জন্য ডলারের বিপরীতে পাঁচ টাকা অবমূল্যায়নের সুপারিশ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বরাবর চিঠিটি পাটিয়েছেন তিনি।

চিঠিতে বাণিজ্যমন্ত্রী পোশাক খাতের প্রবৃদ্ধির অবমূল্যায়নের জন্য ডলারের বিপরীতে টাকার শক্তিশালী অবস্থানকে দায়ী করেন। তাই শুধু পোশাক খাতের জন্য ডলারের বিপরীতে পাঁচ টাকা অবমূল্যায়নের জন্য সুপারিশ করেছেন তিনি। বিষয়টি বিবেচনায় নিলে শুধু পোশাক খাতের জন্য প্রতি ডলারের মূল্য হবে প্রায় ৯০ টাকা। প্রবৃদ্ধির পতন ঠেকাতে পোশাক খাতের জন্য কর্মসূচি হাতে নেয়ারও প্রয়োজনীয়তা তুলে ধরেন বাণিজ্যমন্ত্রী।

চিঠির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, পোশাক খাতে রপ্তানি আয়ের চিত্রটি খুবই খারাপ হয়ে পড়েছে। অর্থমন্ত্রীর কাছে পাঠানো চিঠিতেই আমি যা বলার বলেছি। অর্থমন্ত্রী বিদেশে রয়েছেন। ফিরে এলে সাড়া পাওয়ার আশা রাখি। শুধু পোশাক খাতের জন্য সুবিধা চাওয়া প্রসঙ্গে তিনি বলেন, অন্যান্য খাত যদি যৌক্তিক দাবি তুলে ধরতে পারে, তবে তারাও দাবি জানাতে পারে।

 তিনি আরো জানান, এই অর্থবছরে পোশাক খাতে ১১ দশমিক ৯ শতাংশ রপ্তানি আয়ের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। গত ৪ মাসে রপ্তানি কমেছে ৬ দশমিক ৬৭ শতাংশ। নভেম্বরে এর পরিমাণ আরো কমে ১০ শতাংশ পর্যন্ত হতে পারে। চলতি অর্থবছরে পোশাক খাতের রপ্তানি লক্ষ্যমাত্রা ৩ হাজার ৮২০ কোটি ডলার, যেখানে রপ্তানি হবে ৩ হাজার ১৯০ কোটি ডলার। সে হিসেবে অর্থবছরের শেষে সর্বমোট ৭ শতাংশ নেতিবাচক প্রবৃদ্ধি হতে পারে।

মূল্যভিত্তিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার কারণেই বাংলাদেশের এমন পরিস্থিতি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি জানান, সাত বছর ধরেই ডলারের বিপরীতে টাকার মূল্যমান শক্তিশালী ও স্থিতিশীল রয়েছে। অথচ একই সময়ে ভারতীয় রুপি ২৯ দশমিক ৩২ শতাংশ, ভিয়েতনামের ডং ৫ দশমিক ৮৫ শতাংশ অবমূল্যায়িত হয়েছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন