রাজধানীর বাজারগুলোতে এখন শীতের সবজির মেলা বসেছে তবে দাম এখনও ঊর্ধ্বমুখী। বাজারে সব থেকে দামি সবজির তালিকায় এখন পাকা টমেটো। বাজার ও মানভেদে পাকা টমেটোর প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০-১২০ টাকায়, যা এক সপ্তাহ আগে ৮০-১০০ টাকা ছিল।
তবে রাজধানীর বাজারগুলোতে শীতের সবজির সরবরাহ বাড়ায় শিমের দাম কমেছে। কিন্তু বেশিরভাগ সবজির দামই এখন বেশ চড়া।
এদিকে পেঁয়াজের বাজারে খোঁজ নিয়ে দেখা যায়, মিশর থেকে আমদানি করা বড় আকারের পেঁয়াজের সরবরাহ বেড়েছে। বাজার ও মানভেদে এ পেঁয়াজের কেজি এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। তবে কমেনি দেশি ও মিয়ানমার পেঁয়াজের দাম। আগের মতো দেশি পেঁয়াজ ২৫০-২৬০ টাকা এবং মিয়ানমারের পেঁয়াজ কেজি ২০০-২২০ টাকায় বিক্রি হচ্ছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুর টাউনহল বাজার, রায়ের বাজার, ও কৃষি মাকেটসহ আরও কিছু বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা জানিয়েছেন, শীতের সবজির সরবরাহ বাড়ায় কিছু সবজির দাম কমেছে। এর মধ্যে সব থেকে বেশি কমেছে শিমের দাম। এখন দিন যত যাবে সবজির সরবরাহ তত বাড়বে। ফলে সবধরনের সবজির দাম শিগগির আরও কমবে।
তবে ক্রেতারা বলছেন, বাজারে সবধরনের সবজির পর্যন্ত সরবরাহ রয়েছে। শীতের কোনো সবজির অভাব নেই বাজারে। এ পরিস্থিতিতে সবধরনের সবজির দাম কমে যাওয়ার কথা। কিন্তু শিম ছাড়া কোনো সবজির দাম সেই তুলনায় কমেনি।
কিছু বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে দুই সপ্তাহ আগে যে শিমের কেজি ১২০ টাকা ছিল, তা এখন কমে ৩০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারে নতুন আসা লম্বা শিমের কেজি বিক্রি হচ্ছে ৫০-৬০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৭০-৮০ টাকা।
টমেটোর পাশাপাশি দাম কমেছে নতুন আসা গোল আলুর। বাজার ও মানভেদে নতুন গোল আলুর কেজি বিক্রি হচ্ছে ৩০-৪০ টাকা, যা গত সপ্তাহে ছিল ৫০-৬০ টাকা।
বাসিন্দা ফাতেমা খাতুন বলেন, বাজারে তো কোনো সবজির অভাব নেই। তারপরও বেশিরভাগ সবজির কেজি ৫০ টাকার ওপরে। শীতের সবধরনের সবজি বাজারে রয়েছে, কিন্তু শিম ছাড়া কোনো সবজির দাম সেইভাবে কমেনি। এখনও ছোট একটা ফুলকপি ৪০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। ছোট কাঁচা মিষ্টি কুমড়া পিস বিক্রি হচ্ছে ৫০ টাকা। এটাকে কিছুতেই স্বাভাবিক বলা যায় না।
আনন্দবাজার/ইউএসএস