প্রচলিত কয়েকটি ভুল ধারণা
কোথাও কোনোভাবে আয় করতে পারছে না, তাহলে শেষ গন্তব্য ফ্রিল্যান্সিং।
ফ্রিল্যান্সিং মানেই আপওয়ার্ক, ইল্যান্স ইত্যাদি জায়গায় কাজ করা।
ফ্রিল্যান্সিং করার জন্য খুব বেশি যোগ্যতার দরকার নেই।
ফ্রিল্যান্সিং করার জন্য অসাধারণ গুণের অধিকারী হতে হয়।
ফ্রিল্যান্সিং চাকরি কিংবা পড়ালেখার পাশাপাশি পার্টটাইম চাকরি হতে পারে, ফুলটাইম নয়।
চাকরিতে সব সময় টাকা আসার নিশ্চয়তা থাকলেও ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে বিষয়টা অনিশ্চিত।
বিদেশিদের মতো ইংরেজি না জানলে ফ্রিল্যান্সার হওয়া যাবে না।
পড়ালেখা না জেনেও ফ্রিল্যান্সিং করা যাবে।
ফ্রিল্যান্সিং শুরু করার জন্য সাত দিন কিংবা এক মাসের প্রস্তুতি যথেষ্ট।
ফ্রিল্যান্সিং শুরু করার জন্য নিজের নামে পেপ্যাল অ্যাকাউন্ট থাকতে হবে।
ফ্রিল্যান্সিং শিখতে হলে ট্রেনিং সেন্টারে যেতে হবে।
সায়েন্সের স্টুডেন্ট না হলে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আয় করা যায় না।
সফল হওয়ার প্রয়োজনীয় যোগ্যতা
টাকা নয় কাজকে ভালোবাসতে হবে।
ফ্রিল্যান্সিংকে শুধু পার্টটাইম হিসেবে নয়, ফুলটাইম ক্যারিয়ার ভাবা শুরু করতে হবে।
কমিউনিকেশন দক্ষতা ফ্রিল্যান্সিংয়ের সফলতা অনেক বাড়িয়ে দেয়।
ইংরেজিতে যত ভালো হবেন, তত বেশি সফল হবেন।
যত বেশি দক্ষ হবেন, সফল হতে পারবেন তত বেশি।
সব সময় নিজের আরও বেশি দক্ষতা বৃদ্ধির জন্য নেশা থাকতে হবে।
যে যত বেশি গুগলের ওপর নির্ভরশীল, তার সফলতার সম্ভাবনা তত বেশি।
ইন্টারনেটের ওপর জীবনকে নির্ভরশীল করতে পারলে ফ্রিল্যান্সিংয়ে সফল হবেন।
প্রচণ্ড ইচ্ছাশক্তি ছাড়া কিছুতেই সফল হওয়া যায় না।
ধৈর্যশক্তি এই সেক্টরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কোন সেক্টরে কাজ করবেন?
এ বিষয়টি নিয়ে নতুনদের মনে অনেক প্রশ্ন থাকে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অনলাইনে আয় করতে আগ্রহী; কিন্তু কোন পথে হাঁটবেন, সেটি নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না। এ উত্তরটি আসলে নিজেকেই খুঁজে বের করতে হবে। আপনার যেকোনো দক্ষতাকেই অনলাইনে বিক্রি করে ইনকাম করতে পারবেন। লেখালেখি, অ্যাকাউন্টিং, অ্যাডমিনিস্ট্রেশন, ভিডিও তৈরি, সোশ্যাল নেটওয়ার্কিং, ডিজাইনিং, মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন. ফটোগ্রাফি থেকে শুরু করে যেকোনো কিছু দিয়েই ইনকাম করতে পারেন। এমনকি ভালো উচ্চারণ এবং কণ্ঠ থাকলে সেটি ব্যবহার করেও ইনকাম করতে পারবেন। বাংলাদেশে ছাত্রদের জন্য ইনকামের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম হচ্ছে টিউশনি। অনলাইনে সেই টিউশনি করেও অনেক ভালো পরিমাণের ডলার ইনকাম করছে এ দেশের অনেক ফ্রিল্যান্সার। তবে সবকিছুর জন্যই
মাথায় রাখতে হবে, আন্তর্জাতিক মানের কাজ করলেই শুধু অনলাইন উপার্জনের বাজারে আপনি টিকে থাকতে পারবেন। চাকরির পাশাপাশি অতিরিক্ত ইনকাম হিসেবে কিংবা ছাত্রজীবনের পড়ালেখার পাশাপাশি উপার্জন, কিংবা গ্রামে বসেই বিদেশের কোনো প্রতিষ্ঠানে ইনকাম কিংবা ঘরের পুরোদস্তুর গৃহিণী হয়েও ঘরের বাইরে না গিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন সবকিছুই সম্ভব হচ্ছে এ ফ্রিল্যান্সিং কাজের মাধ্যমে। দরিদ্র, বেকার পরিবারগুলো সচ্ছল হচ্ছে। বাংলাদেশ সরকার এ ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করছে এবং প্রয়োজনীয় অনেক উদ্যোগ গ্রহণ অব্যাহত রেখেছে, যা বাংলাদেশে অর্থনৈতিক সচ্ছলতার ক্ষেত্রে বড় অবদান রাখছে।
আছে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ
ইশিখন.কম নামে একটি প্রতিষ্ঠান ফ্রিল্যান্সিংয়ের ওপর প্রশিক্ষণ কার্যক্রম শুরু করেছে। চলতি মাস থেকে অনলাইনে বিনামূল্যে ১০টি বিষয়ের ওপর প্রশিক্ষণ দিতে শুরু করেছে ইশিখন। দুই বছর ধরে অনলাইনভিত্তিক প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি। ১২ থেকে ১৮ হাজার টাকার এই কোর্সগুলো মাত্র ১২০০ থেকে ১৮০০ টাকায় রেজিস্ট্রেশন ফির মাধ্যমে করাচ্ছে প্রতিষ্ঠানটি।