ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

১৫ জন প্রাণ হারালো করোনা পরীক্ষা করতে গিয়ে

করোনা নেগেটিভ সনদ ছাড়া এক দেশ থেকে অন্য দেশে প্রবেশে রয়েছে কড়াকড়ি। তেমনই  করোনা পরীক্ষা নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়েছে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সীমান্তেও। সেখানেই করোনা পরীক্ষা করাতে গিয়ে এবার প্রাণ হারাতে হলো ১৫ জনকে।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানিয়েছে, ক্রিসমাসের ছুটিতে দক্ষিণ আফ্রিকা প্রবেশে ইচ্ছুকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। ফলে আফ্রিকা-জিম্বাবুয়ে সীমান্ত এলাকায় বেড়ে গেছে মানুষের চাপ। সারি সারি গাড়ি ও ট্রাকের কারণে জ্যাম ছাড়িয়ে গেছে কয়েক কিলোমিটার।

এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা না থাকায় সেখানেই প্রাণ হারিয়েছেন ১৫ জন। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন আরও বেশ-কয়েকজন।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন