ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

এক ডিমের দাম ৩০ রুপি!

একটি ডিমের দাম ৩০ রুপি! হ্যাঁ ঠিকই পড়েছেন, পাকিস্তানে মুদ্রাস্ফীতির কারণে দাম বাড়তে বাড়তে একটি ডিমের দাম উঠেছে ৩০ রুপিতে। আর আদার কেজি বেড়ে হয়েছে ১ হাজার রুপি।

দেশটির সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শীতের কারণে সেখানে ডিমের চাহিদা বেড়ে গেছে। আর এ কারণে ডিমের দাম বেড়ে গেছে। শুধু তাই নয়, এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য জিনিসপত্রেরও দাম। প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১০৪ রুপিতে। আর গম ৬০ রুপিতে।

সবচেয়ে অবাককর বিষয় হচ্ছে দেশটিতে আদার কেজি বিক্রি হচ্ছে ১ হাজার রুপি। অর্থনীতির হাল ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে ইমরান খান ক্ষমতায় এসেছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে এখন তিনি হিমশিম খাচ্ছেন।

স্থানীয় পত্রিকা ডেইলি হান্ট এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করে বলেছে, একদিকে করোনা অন্যদিকে মুদ্রাস্ফিতি দুইয়ে মিলে আমাদের জন্য এক ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। পাকিস্তানে মোট জনসংখ্যার প্রায় ৫০ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে। এই অবস্থায় দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে আমাদের মাথায় হাত পড়েছে।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন