ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আর্মেনিয়ার সঙ্গে সংঘাতে ২৭৮৩ আজেরি সেনা নিহত

বিরোধপূর্ণ নাগর্নো-কারাবাখ অঞ্চল নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে টানা ছয় সপ্তাহের সংঘাতে আজারবাইজানের ২ হাজার ৭শ ৮৩ জন সেনা সদস্য নিহত হয়েছে এবং শতাধিক সেনা নিখোঁজ বলে দাবি জানিয়েছে আজেরি কর্তৃপক্ষ। খবর : আলজাজিরার।

এর আগে, ২৭ সেপ্টেম্বরের পর থেকে নতুন করে নাগর্নো-কারাবাখে আর্মেনিয়ার সঙ্গে সংঘাতে আজারবাইজানের সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির বিষয়টি প্রকাশ করেনি বাকু।

গত ১০ নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে চুক্তি হয়। এ চুক্তির আগ পর্যন্ত প্রায় তিন দশক ধরে অঞ্চলটি নিয়ন্ত্রণ করেছে জাতিগত আর্মেনীয়রা। সর্বপ্রথম ১৯৯০-এর দশকে বিরোধপূর্ণ অঞ্চলটি নিয়ে দু’দেশের যুদ্ধ হয়। সে সময় ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন