শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

থাইল্যান্ডে বন্যায় নিহত ৯

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত অন্তত ৯ জন নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছে। সেখানে বন্যায় ৯১ হাজার ৬৮৬ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ প্রতিরোধ ও মোকাবিলা বিভাগ (ডিডিপিএম)।

ডিডিপিএম জানায়, সাতটি প্রদেশের বন্যা দূর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে সহযোগিতা করছে রয়্যাল থাই আর্মির সদস্যরা। বন্যাকবলিত প্রদেশগুলোর মধ্যে রয়েছে সুরাত থানি, নখন সি থামারাত, পাথালুং, ত্রং, সঙ্খলা, পাতানি ও নরাথিওয়াত।

এদিকে ডিডিপিএম ও স্থানীয় সরকার আবাসিক বিভিন্ন এলাকা থেকে পানি সরিয়ে ফেলছে। এছাড়াও তিন দিন ধরে বন্যা দূর্গতদের মাঝে ত্রাণ সরবরাহ করে আসছে।

আনন্দবাজার/এম.কে

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  বানের জল এখন চোখে

সংবাদটি শেয়ার করুন