চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই মহামারী নভেল করোনাভাইরাসের দুই কোটি ডোজ ভ্যাকসিন তৈরি করবে ওষুধ প্রস্তুতকারী কোম্পানি মর্ডানা। গতকাল সোমবার এমন ঘোষণা দেওয়া হয়েছে কোম্পানিটির পক্ষ থেকে।
করোনার এই ভ্যাকসিনটি এক মাস অন্তর দুইবার করে দিতে হবে।
মডার্নার দাবি, করোনাভাইরাসের বিরুদ্ধে এই ভ্যাকসিন ৯৪.১ শতাংশ কার্যকর। অত্যধিক ঝুঁকিপূর্ণ রোগীর উপর ভ্যাকসিনটি ১০০ শতাংশ কাজ করে বলে দাবি করেছে তারা।
মডার্নার প্রধান মেডিক্যাল অফিসার টাল জ্যাক্স জানান, আমাদের বিশ্বাস, আমরা এমন একটা ভ্যাকসিন তৈরি করতে পেরেছি যা খুবই কাজ করে।
ফাইজারের পর মডার্নাও তাদের তৈরি ভ্যাকসিন ছাড়পত্র দেওয়ার জন্য আবেদন জানাল আমেরিকা এবং ইউরোপের সংস্থার কাছে।
সংস্থাটি এক বিবৃতি জানায়, আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)–এর কাছে মডার্না এই টিকাকে ছাড়পত্র দেওয়ার জন্য আবেদন করেছে। সেই সঙ্গে ইউরোপিয় মেডিসিনস এজেন্সির কাছেও এই টিকাকে ইউরোপের বিভিন্ন দেশে বৈধতা দেওয়ার জন্য অনুমতি চাওয়া হয়েছে।
মডার্না জানায়, ইউরোপের কাছ থেকে দ্রুত এই টিকার ছাড়পত্র মিলবে। ৩০ হাজার স্বেচ্ছাসেবীর উপর এই টিকা প্রয়োগ করে তথ্য পরীক্ষা করা হয়েছে। একটি সূত্রের মতে, এর মধ্যে অত্যধিক ঝুঁকিপূর্ণ রোগীর উপর এই টিকা ১০০ শতাংশ কার্যকর।
আনন্দবাজার/টি এস পি