ঢাকা | সোমবার
১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৬শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীরে প্রথম নির্বাচন

৩৭০ ধারা বাতিলের পর জম্মু-কাশ্মীরে প্রথম নির্বাচন

৩৭০ ধারা বাতিলের পর এবার প্রথমবারের মতো জম্মু ও কাশ্মীরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আজ শনিবার সকাল ৭টায় জম্মু ও কাশ্মীর ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোটগ্রহণ চলবে দুপুর ২টা পর্যন্ত। করোনা আক্রান্তরা ভোট দিতে পারবেন শেষ এক ঘণ্টা।

জম্মু ও কাশ্মীর ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের (ডিডিসি) আট দফার এই নির্বাচনে মোট ২৮০টি আসনে ভোটগ্রহণ হবে। আগামী ১৯ ডিসেম্বর ভোটগ্রহণ পর্ব শেষ হবে। এবং ফল প্রকাশিত হবে ২২ ডিসেম্বর।

আজ শনিবার প্রথম দফায় ভোটগ্রহণ হবে মোট ৪৩ আসনে। কাশ্মীরে ২৫টি এবং জম্মুতে ১৮টি। এই পর্বে ভোট দিতে পারবেন মোট সাত লাখ বৈধ ভোটার।

৩৭০ ধারা অর্থাৎ বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর এই প্রথম অনুষ্ঠিত নির্বাচনে স্বাভাবিকভাবেই জম্মুতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। অতিরিক্ত ১৪৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এদিকে কাশ্মীরেও তল্লাশি বাড়ানো হয়েছে।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন