মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মোজাম্বিকে ৫০ জনের শিরশ্ছেদ

আফ্রিকার দেশ মোজাম্বিকের উত্তরাঞ্চলের এক গ্রামে গত পাঁচ দিনের ব্যবধানে সশস্ত্র জঙ্গিরা আরও ৫০ জনের শিরশ্ছেদ করেছে। গত ৫ নভেম্বর দেশটির উত্তর-পূর্ব অঞ্চলে একইভাবে ২০ জনকে হত্যা করা হয়েছিল।

আজ মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমের বরাত দিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, জঙ্গিরা স্থানীয় একটি ফুটবল মাঠকে ‘মৃত্যুদণ্ড কার্যকরের’ স্থান হিসেবে ব্যবহার করেছে। অন্য কয়েকটি গ্রামে আরও কয়েক জনকে হত্যা করা হয়েছে।

২০১৭ সাল থেকেই দেশটির গ্যাস সমৃদ্ধ ক্যাবো দেলগাদো প্রদেশে এ ধরনের নৃশংস ঘটনা ঘটে আসছে। অঞ্চলটিতে গত কয়েক বছরে প্রায় ২ হাজার মানুষকে হত্যা করা হয়েছে। ঘরছাড়া হয়েছেন অঞ্চলটির ৪ লাখ ৩০ হাজারের বেশি মানুষ।

জঙ্গিদের হাত থেকে মুক্তি পেতে শান্তিচুক্তির দাবি তুলেছেন স্থানীয়রা। এদিনের হামলার সময় যারা গ্রাম থেকে পালাতে চেয়েছেন, তাদের ধরে ধরে ফুটবল মাঠে নেয়া হয়।

আনন্দবাজার/টি এস পি 

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মাঙ্কিপক্সে কাঁপছে নিউইয়র্ক

সংবাদটি শেয়ার করুন