ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

নাগোরনো-কারাবাখে রাশিয়ার সেনা মোতায়েন

নাগোরনো-কারাবাখের যুদ্ধ বন্ধে চুক্তি সাক্ষর করেছে আজারবাইজান, রাশিয়া ও আর্মেনিয়া। এই চুক্তির অংশ হিসেবে স্থানীয় সময় মঙ্গলবার ভোরে নাগোরনো-কারাবাখে শান্তিরক্ষী বাহিনী মোতায়েন করেছে রাশিয়া।

এ ব্যাপারে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, নাগোরনো-কারাবাখে দ্বন্দ্বের স্থায়ী রাজনৈতিক সমাধানের পথ প্রশস্ত করা উচিত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আর্মেনিয়া, আজারবাইজান এবং রাশিয়া ওই চুক্তিতে সম্মত হয়েছে। রাশিয়ার স্থানীয় সময় ১০ নভেম্বর মধ্যরাত থেকে চুক্তির আওতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা রয়েছে।

চুক্তি অনুযায়ী অন্তত পাঁচ বছর সেখানে অবস্থান করবে রাশিয়ার শান্তিরক্ষী বাহিনী। এ ব্যাপারে পুতিন বলেন, আমরা এই ভিত্তিতে কাজ করে যাচ্ছি যে আর্মেনিয়ান ও আজারি জনগণের স্বার্থে সুষ্ঠু ভিত্তিতে কাজ করা হবে। নাগোরনো-কারাবাখকে ঘিরে তৈরি হওয়া সংকট দীর্ঘমেয়াদি ও পূর্ণ-সার্থকভাবে সমঝোতার জন্য প্রয়োজনীয় পরিস্থিতি তৈরি করা হবে।

নাগোরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ ছয় সপ্তাহ ধরে আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সংঘর্ষ বন্ধে দফায় দফায় শান্তিচুক্তি হলেও তা না মেনে সংঘর্ষ ও হতাহতের খবর আসছে।

আনন্দবাজার/টি এস পি 

সংবাদটি শেয়ার করুন