মহানবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রকাশের পর বিশ্বব্যাপী ফ্রান্স বিরোধী বিক্ষোভ হয়। এরই প্রেক্ষিতে ফ্রান্সেন পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লে দ্রিয়ান বলেন, ফরাসিরা ইসলামকে ভীষণ সম্মান করে। তবে আমাদের প্রেসিডেন্টের মন্তব্যের ভুল ব্যাখ্যা করে যেভাবে ফ্রান্স বিরোধী হাওয়া উঠেছে তা অনভিপ্রেত।
রবিবার (৮ নভেম্বর) মিশর সফরে গিয়ে এমন মন্তব্য করেন ফ্রান্সেন পররাষ্ট্রমন্ত্রী। মিশরের রাজধানী কায়রো গিয়ে প্রথমে দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি ও পররাষ্ট্রমন্ত্রী সামেহ শৌকরির সঙ্গে দেখা করেন তিনি।
লে দ্রিয়ান বলেন, আমাদের প্রথম নীতি হলো ইসলামের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা। একই সঙ্গে আমি একথাও বলতে চাই যে ফ্রান্সের সমাজের পুরো অংশজুড়ে মুসলিমরা আছেন।
তিনি বলেন, এখন আমাদেরকে সন্ত্রাসবাদী হামলার হুমকি দেয়া হচ্ছে। এছাড়াও ধর্মান্ধতার পরিবেশ তৈরি করে নাশকতার চেষ্টা চলছে। তবে এটা শুধু আমাদের নয় সব জায়গায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তাই এ লড়াইটা সকলের একসঙ্গে লড়া উচিত।
আনন্দবাজার/এম.কে