সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মাস্ক পরা বাধ্যতামূলক করবেন বাইডেন

নির্বাচিত হওয়ার পরই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। মার্কিন নাগরিকদের আরও বেশি করোনা পরীক্ষা করা হবে এবং তাদের মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে জানিয়েছে বাইদেনের দল।

বিবিসির খবরে জানায়, অর্থনীতি, জাতিগত বৈষম্য ও জলবায়ু পরিবর্তন ইস্যুকেও যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন বাইডেন।

মার্কিন নির্বাচনে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় এখনও চলছে ভোট গণনা। পেনসিলভানিয়া রাজ্যে জয়ের মধ্য দিয়ে গত শনিবার বাইডেনের জয় নিশ্চিত হয়েছে। আগামী জানুয়ারিতে ক্ষমতা গ্রহণ করবেন বাইডেন। তবে এখন পরিকল্পনা অনুসারে সেদিকে অগ্রসর হচ্ছেন বাইডেন। এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে করোনাভাইরাসের বিষয়টি।

মাস্ক পরা বাধ্যতামূলক করতে নিয়ম জারি করতে চাচ্ছেন জো বাইডেন। তিনি বলেন, মাস্ক পরলে হাজারো প্রাণ বাঁচবে। ঘরের বাইরে জনসমাগমস্থলে গেলে প্রত্যেক মার্কিনিকে মাস্ক পরতে আহবান জানানোর পরিকল্পনা করেছেন বাইডেন। বাইডেন চাচ্ছেন, অঙ্গরাজ্যের গভর্নররা এবং স্থানীয় কর্তৃপক্ষ এটি বাধ্যতামূলক করবে। জনসমাগমস্থলেও নিয়মিত মাস্ক পরতে দেখা গেছে বাইডেনকে।

আনন্দবাজার/টি এস পি 

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ভার্চুয়াল বৈঠকে যুক্তরাষ্ট ও চীনের প্রেসিডেন্ট

সংবাদটি শেয়ার করুন