মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাম্পের মূলনীতি ছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন : ইরান

আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও সন্ত্রাসবাদের প্রতি সমর্থন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মূলনীতি ছিল বলে মন্তব্য করেছেন ইরানের ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেন জয়ী হওয়ার পর টুইট করে এমন মন্তব্য করেছেন তিনি।

ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের উদাহরণ হিসেবে প্যারিস জলবায়ু চুক্তি এবং ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কথা উল্লেখ করেন জাহাঙ্গিরি।

ইরানের ভাইস প্রেসিডেন্ট বলেন, ট্রাম্প ইরানের বিরুদ্ধে অমানবিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

ইসহাক জাহাঙ্গিরি বলেন , ইরানি জনগণ ট্রাম্পের সর্বোচ্চ চাপ প্রয়োগ নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ধৈর্যের চরম পরাকাষ্ঠা দেখিয়েছে। তবে ট্রাম্পের এই নীতির কারণে তাদেরকে যথেষ্ট কষ্ট সহ্য করতে হয়েছে, ইরানি রোগীরা অনেক ওষুধ ও চিকিৎসা সামগ্রী থেকে বঞ্চিত হয়েছে এবং তারা তাদের বীর সেনানি জেনারেল কাসেম সোলাইমানিকে হারিয়েছে। এসব কথা ইরানি জনগণ কোনদিনও ভুলবে না।

তিনি বলেন, আমেরিকার এই ধ্বংসাত্মক নীতির অবসান ঘটবে এবং দেশটি আন্তর্জাতিক সকল চুক্তিতে প্রত্যাবর্তন করে জাতিগুলোর অধিকারের প্রতি সম্মান দেখাবে বলে আমরা আশা করছি।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জাতিসংঘে অবমুক্ত হলো বঙ্গবন্ধুর ছবিযুক্ত স্মারক ডাক টিকিট

সংবাদটি শেয়ার করুন