শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন পরমাণু অস্ত্র সংস্থার প্রধানের পদত্যাগ

এবার পদত্যাগ করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পরমাণু নিরাপত্তা প্রশাসনের (এনএনএসএ) প্রধান এবং পরমাণু জ্বালানি নিরাপত্তা বিষয়ক সহকারী মন্ত্রী লিসা গর্ডন হ্যাজারটি।

গতকাল শুক্রবার দেশটির জ্বালানি মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞাপ্তিতে বলা হয়, শুক্রবার লিসা গর্ডন পদত্যাগপত্র জমা দেন এবং এর পরপরই তা কার্যকর করা হয়। এরইমধ্যে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে সংস্থার উপপ্রধান উইলিয়াম বুকলেসকে। তিনি গত দেড় বছর ধরে সংস্থাটির উপ প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

লিসা হ্যাজারটির পদত্যাগের পর মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, মিসেস হ্যাজারটি এনএনএসএ’র অবকাঠামোকে আধুনিকায়ন এবং বিশ্বমানের শক্তিশালী কর্মীবাহিনী তৈরির বিষয়টি দেখভাল করেছেন। এছাড়া, তিনি এনএনএসএ’র প্রশাসনিক ও ব্যবস্থাপনা সংক্রান্ত কর্মকাণ্ড এবং সংস্থায় কর্মরত ৫০ হাজার কর্মী বাহিনীর কাজের মান উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন।

এর আগে ২০১৮ সালের ফেব্রুয়ারিতে লিসা গর্ডন হ্যাজারটির নিয়োগ চুড়ান্ত করে মার্কিন সিনেট।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  করোনায় পুরুষের ঝুঁকি বেশি, নিরাপদ শিশুরা

সংবাদটি শেয়ার করুন