সোমবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

রাত পোহালেই মিয়ানমারে নির্বাচন, ভোটাধিকার থেকে বাদ রোহিঙ্গারা

রাত পোহালেই মিয়ানমারে নির্বাচন, ভোটাধিকার থেকে বাদ রোহিঙ্গারা

রাত পোহালেই আগামীকাল রবিবার মিয়ানমারে সাধারণ নির্বাচন। গণতান্ত্রিক জমানায় এটি দেশটির দ্বিতীয় সাধারণ নির্বাচন। এর আগে  দীর্ঘ ৫০ বছর দেশটিতে সামরিক শাসন বজায় ছিল। 

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩ কোটি ৭০ লাখ। তবে এবারের নির্বাচন থেকে বাইরে রাখা হয়েছে রোহিঙ্গাসহ সংখ্যালঘু ২৬ লাখ জাতিগোষ্ঠিকে।

নির্বাচনে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি এবং ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি প্রতিদ্বন্দ্বিতা করছে। এছাড়াও আঞ্চলিক পর্যায়ে আরও ৯১ দল অংশ নিচ্ছে।

এরআগে, ২০১৫ সালে দেশটির স্টেট কাউন্সেলর অং সান সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ক্ষমতায় আসে। ধারণা করা হচ্ছে, এবারও ক্ষমতায় আসতে যাচ্ছে সু চির দল। রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলে ব্যাপক সমালোচিত হন সু চি। এমনকি আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগও ওঠে শান্তিতে নোবেলজয়ী সু চি’র বিরুদ্ধে।

২০১৭ সালে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অমানবিক নির্যাতনে বাংলাদেশে আশ্রয় নেয় প্রায় সাড়ে ৭ লাখ রোহিঙ্গা।

আনন্দবাজার/শহক

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  ১৭ কেন্দ্রে একটিও ভোট পাননি মাহি

সংবাদটি শেয়ার করুন