ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন নির্বাচনের ফলাফলের সর্বশেষ পরিস্থিতি

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে বিজয়ী হচ্ছেন তা জানার আপেক্ষা এখনও শেষ হয়নি।

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের শক্তি ক্রমেই বাড়ছে। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী প্রেসিডেন্ট ট্রাম্প কথিত জালিয়াতি সম্পর্কে একের পর এক ভিত্তিহীন অভিযোগ করে যাচ্ছেন।

ভোটের এ পর্যন্ত সর্বশেষ খবর:

ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন জর্জিয়ায় এগিয়ে রয়েছেন। জানা যায়, ১৯৯২ সালের পর থেকে রাজ্যটি কখনই কোন ডেমোক্র্যাট প্রার্থীকে বিজয়ী করেনি। সর্বশেষ তথ্য অনুযায়ী জো বাইডেন এক হাজারের সামান্য বেশি ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্পের চেয়ে। ইত্যোমধ্যে রাজ্যের ৯৯% ভোট গণনা সম্পন্ন হয়েছে।

এদিকে, এই রাজ্যে বাইডেন জিতে গেলে ট্রাম্পের জন্য নির্বাচনে সার্বিক বিজয় অসম্ভব হয়ে দাঁড়াবে।

অন্যদিকে পেনসিলভেনিয়ায় প্রায় ২০,০০০ ভোট বেশি নিয়ে ডোনাল্ড ট্রাম্প এগিয়ে আছেন। কিন্তু ডাক যোগে আরও বেশি ভোট আসার সুবাদে বাইডেনের ভোট সংখ্যা এখন বাড়ছে।

একইসাথে অ্যারিজোনা এবং নেভাডাতেও বাইডেন এগিয়ে রয়েছেন।

উল্লেখ্য, হোয়াইট হাউস থেকে বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, “যদি বৈধ ভোট গণনা করা হয় তাহলে আমি সহজেই জিতেছি। আর যদি অবৈধ ভোট গণনা করা হয়, তাহলে তারা নির্বাচনের ফলাফল আমাদের কাছ থেকে চুরি করতে পারবে।’’

তবে তিনি তার দেয়া এই অভিযোগের স্বপক্ষে কোন প্রমাণ দেখাতে পারেননি। এবং যেসব ভোট গণনা হচ্ছে তার সবই বৈধ।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন