ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

পুনরায় মাটির নিচে পরমাণুকেন্দ্র বানাচ্ছে ইরান

ইরান পুনরায় মাটির নিচে পরমাণু প্লান্ট তৈরি করছে জানিয়েছে জাতিসংঘের পরমাণু পরীক্ষা সংক্রান্ত সংস্থা। এ তথ্য প্রকাশ করেছে জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদন।

জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রসি জানান, নতুন করে মাটির গভীরে পরমাণু প্লান্ট তৈরির কাজ শুরু করেছে ইরান। ইউরেনিয়ামও জমাতে শুরু করেছে দেশটি। তবে পরমাণু অস্ত্র তৈরির মতো ইউরেনিয়াম এখনও তাদের কাছে নেই।

দীর্ঘদিন ধরেই পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় রয়েছে ইরান। ২০০২ সালে স্যাটেলাইট ইমেজে প্রথম ইরানের পরমাণু শক্তিকেন্দ্রের বিষয়টি ধরা পড়ে। এটি নিয়ে উদ্বেগ প্রকাশ করে পশ্চিমা বিশ্ব। এরপর ২০০৩ সালে ইরানের পরমাণু চুল্লি দেখতে যান জাতিসংঘের প্রতিনিধিরা।

পরবর্তীতে তারা জানান, মাটি থেকে সাত দশমিক ছয় মিটার নিচে তৈরি করা হয়েছে ওই পরমাণুকেন্দ্র। বিমান হামলাতেও যাতে কেন্দ্রটির কোনো ক্ষতি না হয়, তার ব্যবস্থা করা হয়েছে। গোটা এলাকাজুড়ে রাখা হয়েছে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন