২০২০ সালের মধ্যেই মহামারী নভেল করোনাভাইরাসের ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে জানিয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজার। গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা আলবার্ট বোরলা।
আলবার্ট বোরলা আভাস দিয়েছেন, মার্কিন নির্বাচনের আগে তারা ভ্যাকসিন ট্রায়ালের ফল তথ্য প্রকাশ করতে পারবে না। তবে এর আগে ফাইজারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অক্টোবরের শেষ দিকেও প্রতিষ্ঠানটি টিকা পরীক্ষার ফল পেয়ে যেতে পারে।
এ ব্যাপারে বোরলা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালের মধ্যেই ভ্যাকসিনের প্রাথমিক ডোজ আমরা সরবরাহ করতে পারবো। প্রত্যাশা অনুযায়ী ক্লিনিক্যাল টেস্টের অগ্রগতি এবং নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের কথা উল্লেখ করেন তিনি।
মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী, ফাইজার কোম্পানীর চলতি বছরের শেষ নাগাদ ৪ কোটি ডোজ এবং ২০২১ সালের মার্চ নাগাদ ১০ কোটি ডোজ সরবরাহের কথা রয়েছে।
তবে এ ব্যাপারে বোরলা জানান, কোম্পানি এখনও ভ্যাকসিনের কার্যকারিতা মূল্যায়নের মূল মানদন্ডে পৌঁছায়নি।
আনন্দবাজার/টি এস পি