ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

আরও ১৭ এলাকা দখলমুক্ত করেছে আজারবাইজান

আর্মেনিয়ার দখল থেকে আরও ১৭ এলাকা দখলমুক্ত করেছে বলে জানিয়েছে আজারবাইাজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। আজ সোমবার (২৬ অক্টোবর) আজেরির সংবাদ সংস্থা আজারট এ তথ্য জানিয়েছে।

সংবাদ সংস্থা আজারট জানায়, আর্মেনিয়ার দখল থেকে জাঙ্গালিয়ান জেলার বিরিনজি আলিভাইলিম লিনজি আলিবাইলি, রাবান্ড এবং ইয়েনিকান্দ গ্রাম, জাবরাইল জেলার ভোভশুদলু, সফুলু, দাগ মাশানলি, কুদলার, হোভুসলু, চালাবিলার গ্রাম ও গুবাদলি শহরসহ জেলার পাদার, আফানদিলার, ইয়ুসিফবাইল, চাইতুমাস, কানলিগ, সারিইয়তাগ, মোল্লাবুরহান গ্রাম মুক্ত করেছে আজারবাইজান।

এর আগে এক টুইটে প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেন, বাকু সীমান্তবর্তী সাতটি গ্রাম দখলমুক্ত করা হয়েছে। তবে গ্রামগুলোর নাম প্রকাশ করা হয়নি।

গত এক মাস ধরে নাগোরনো-কারাবাখ নিয়ে যুদ্ধে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। প্রথম থেকেই দেশ দুটিকে শান্তি বৈঠকে বসানোর চেষ্টা করে আসছে রাশিয়া।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন