শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

শান্তিচুক্তির পরেও তালেবানদের ওপর মার্কিন হামলা

আফগানিস্তানের তালেবানের সাথে শান্তিচুক্তি সই করার পরেও এই গোষ্ঠীর অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তালেবানের পক্ষ থেকে ওই এলাকায় বড় ধরনের অভিযান চালানোর পর এ বিমান হামলা চালানো হয়েছে।

আফগানিস্তানে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার কর্নেল সনি লিজেট জানান, তালেবানের হামলা থেকে আফগান সেনাবাহিনীকে রক্ষা করার লক্ষ্যে গত দুই দিনে হেলমান্দ প্রদেশে তালেবানের কয়েকটি অবস্থানে বিমান হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী।

তিনি আরও জানান, তালেবানের যেকোনো ধরনের হামলা থেকে আফগান সেনাবাহিনীকে রক্ষা করতে সহযোগিতা করে যাবে মার্কিন সেনাবাহিনী।

অবিলম্বে হামলা বন্ধ করতে তালেবানের প্রতি আহবান জানিয়েছেন আফগানিস্তানে মোতায়েন মার্কিন ও ন্যাটো বাহিনীর কমান্ডার জেনারেল স্কট মিলার।

তিনি বলেন, তালেবানকে অবিলম্বে হেলমান্দ প্রদেশে হামলা এবং সারাদেশে সহিংসতা বন্ধ করতে হবে। এ ধরনের হামলা তালেবান-মার্কিন চুক্তির পরিপন্থী এবং চলমান দোহা শান্তি আলোচনাকে অবজ্ঞা করার শামিল।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  অবশেষে আইএমএফের ঋণ

সংবাদটি শেয়ার করুন