মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

নিজের ব্যর্থতায় ক্ষমা চাইলেন কিম জং উন!

মহামারী করোনা পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হওয়ায় জনসাধারণের কাছে ক্ষমা চেয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। এমনকি চোখ মুছতেও দেখা গেছে তাকে। এই প্রথম কোনো ইস্যুতে প্রকাশ্যে ক্ষমা চাইলেন কিম।

‘দ্য গার্ডিয়ান’-এর তথ্যানুযায়ী, পার্টির ৭৫তম বার্ষিকীতে বক্তব্য রাখার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন কিম। এ সময় তিনি বলেন, উত্তর কোরিয়ার মানুষের প্রত্যাশা মতো তিনি কাজ করতে পারেননি। এজন্য তিনি ক্ষমা চেয়ে নিচ্ছেন। এই কথা বলার সময় নিজের চশমা খুলে চোখও মোছেন।

কিম আরও বলেন, কিম ২ সাং ও কিম জগ ইলের উদ্দেশ্য পূরণ করার জন্য দেশের মানুষ আমাকে এই দায়িত্ব অর্পণ করেছে। কিন্তু আমি অত্যন্ত চেষ্টা করেও নাগরিকদের জীবনের সব অসুবিধা কমাতে পারিনি। এর জন্য আমার আফসোস রয়েছে।

তবে এ ব্যাপারে সমালোচকরা বলছেন, কিম জং উনের এভাবে বদলে যাওয়ার পেছনে অন্যতম কারণ হচ্ছে করোনাভাইরাস ও পারমাণবিক অস্ত্রের ওপর বিধিনিষেধ। অনেকে মনে করছেন, করোনা ও পারমাণবিক অস্ত্রের ওপর বিধিনিষেধের কারণে তার নেতৃত্বের ওপর প্রচুর চাপ রয়েছে।

কঠোর ও বিতর্কিত কর্মকাণ্ডের কারণে বরাবরই বিতর্কিত নেতা হিসেবে দেখা গিয়েছে কিম জংকে। এসব কারণে খবরের নানান শিরোনামেও থাকেন তিনি। সেই কিমের চোখের জল দেখে অবাক গোটা বিশ্ব।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রকেট উৎক্ষেপণে পরম সন্তুষ্টি কিমের

সংবাদটি শেয়ার করুন