মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ভ্যাকসিন পরীক্ষা স্থগিত করল জনসন অ্যান্ড জনসন

সাময়িকভাবে স্থগিত করা হয়েছে মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসনের করোনাভাইরাসের ভ্যাকসিন পরীক্ষা। এক স্বেচ্ছাসেবক অসুস্থ হয়ে পড়ায় ঝুঁকি না নিয়ে ভ্যাকসিনের ট্রায়াল বন্ধের এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি।

সিএনএনের এক প্রতিবেদন জানায়, গতকাল সোমবার প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের চূড়ান্ত ধাপের করোনার ভ্যাকসিনের পরীক্ষা বন্ধ করা হয়েছে। কারণ, তাদের পরীক্ষামূলক ভ্যাকসিনটি নেওয়ার পর একজনের অসুস্থতা দেখা গেছে।

জনসন অ্যান্ড জনসন এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের নীতিমালা অনুসরণ করে স্বেচ্ছাসেবীর অসুস্থতার বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে। আমরা নিরাপত্তার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সব পরীক্ষা নীতিমালা মেনে করা হয়। এতে কোনো মারাত্মক প্রতিক্রিয়া দেখা গেলে পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়।

এ প্রসঙ্গে ব্রাউন ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথের ডিন আশিস ঝা জানান, বড় পরীক্ষায় এমন সাময়িক বন্ধ হওয়ার ঘটনা একাধিকবার ঘটতে পারে।

প্রতিষ্ঠানটির তৈরি ভ্যাকসিনের নাম ‘জ্যানসেন’। গত মাসে যুক্তরাষ্ট্রে তৃতীয় ধাপের পরীক্ষায় ৬০ হাজারের বেশি স্বেচ্ছাসেবীর ওপর পরীক্ষা করা হয়। এর আগে প্রথম ও দ্বিতীয় দফার পরীক্ষায় আশানুরূপ ফল পাওয়া যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

আনন্দবাজার/টি এস পি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ভেনিজুয়েলা থেকে তেল কিনবে ভারত

সংবাদটি শেয়ার করুন