ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধবিরতি লঙ্ঘনের প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি আজারবাইজানের

চলমান যুদ্ধবিরতির মধ্যেও আজারবাইজানের বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আর্মেনিয়া। শনিবার রাতের এ হামলায় অন্তত সাত আজেরি নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

রবিবার রাতে টুইটারে দেয়া পোস্টে ওই হামলার কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। টুইটে তিনি বলেন, আর্মেনিয়ানদের মূল লক্ষ্য ছিল মুক্ত অঞ্চলগুলো পুনরায় দখল করার। আর এই অপরাধের দায় দেশটির রাজনৈতিক-সামরিক নেতৃত্বকে নিতে হবে। আর্মেনিযার এই হামলার কঠোর প্রতিশোধ নিবে বলে জানান তিনি।

মধ্যরাতে আবাসিক এলাকায় আর্মেনিয়ার এমন হামলাকে যুদ্ধাপরাধ এবং জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন হিসেবেও অভিহিত করেছেন আলিয়েভ।

এদিকে, কারাবাখ অঞ্চলে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যকার যুদ্ধবিরতি লঙ্ঘন করার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটির পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, আমরা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা ও হতাহতের তীব্র নিন্দা জানাচ্ছি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন