চলতি বছর রসায়ন বিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন দুই নারী। তারা হলেন, মার্কিন বিজ্ঞানী এমানুয়েলে কার্পেন্তিয়ের ও ফরাসি বিজ্ঞানী জেনিফার এ. দোদনা। তারা দুইজন পুরস্কারটির অর্ধেক অর্ধেক করে পেয়েছেন।
জিনোম সম্পাদনার একটি পদ্ধতির বিকাশের জন্য তাদের দুজনকে যৌথভাবে ২০২০ সালে রসায়নের নোবেল পুরস্কার দেওয়া হয়। আজ বুধবার সুইডেনের স্থানীয় সময় সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করে।
এর আগে, গত ৬ অক্টোবর পদার্থবিজ্ঞানে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়। পদার্থবিজ্ঞানে বিশেষ অবদানের জন্য এ বছর রবার্ট পেনরোজ, রেইনহার্ড গেনজেল এবং আন্দ্রে ঘেজকে যৌথভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে রজার পেনরোজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেক এবং বাকি দুজন পেয়েছেন বাকি অর্ধেকের অর্ধেক করে।
এছাড়াও আগামীকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাহিত্যে, শুক্রবার (৯ অক্টোবর) শান্তিতে এবং সোমবার (১২ অক্টোবর) অর্থনীতিতে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে।
আনন্দবাজার/এম.কে