হঠাৎ করে হাসপাতাল থেকে বেরিয়ে পড়ায় করোনা আক্রান্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। ওয়াশিংটনের ওয়াল্টার রিড মিলিটারি মেডিকাল সেন্টার থেকে মাস্ক পরে বের হয়ে যান তিনি। তারপর বুলেটপ্রুফ গাড়িতে বসে সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন তিনি।
এর আগে করোনাভাইরাসে শনাক্ত হওয়ার পর গত শুক্রবার হাসপাতালে নেওয়া হয় ট্রাম্পকে। এক ভিডিও বার্তায় চিকিৎসাধীন অবস্থায় করোনাকে জয় করার ঘোষণা দিয়েছিলেন তিনি।
এর আগেও করোনা নিয়ে ভুল তথ্য এবং স্বাস্থ্য বিধি লঙ্ঘন করার জন্য সমালোচনার মুখে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের এমন আচরণে বিশেষজ্ঞরা বলছেন, প্রেসিডেন্টের এই আচরণ দেখলেই বোঝা যায় করোনা সম্পর্কে বিন্দুমাত্র ধারণা তৈরি হয়নি তার।
এ প্রসঙ্গে জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার মেডিসিন বিভাগে প্রধান জেমস ফিলিপ্সের বলেন, প্রেসিডেন্টের এই অপ্রয়োজনীয় সফরের কারণে সেই সব মানুষকে এবার বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনে যেতে হবে, যারা তার সংস্পর্শে এসেছেন। তারা অসুস্থ হতে পারেন, আবার মৃত্যুও হতে পারে। আর এই সবই শুধুমাত্র রাজনৈতিক নাটকের জন্যে। ট্রাম্প নাটকের খাতিরে এতজনের জীবন সংকটে ফেলে দিলেন। এটা সম্পূর্ণ পাগলামি।
আনন্দবাজার/টি এস পি