ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশের মাটিতে ভারতীয়র গুলিতে বাংলাদেশি খুন

দক্ষিণ আফ্রিকায় প্রিটোরিয়ার লোডিয়ামে এক ভারতীয় ব্যক্তির গুলিতে একজন বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে এই ঘটনা ঘটেছে।

নিহত ওই বাংলাদেশির নাম আজাদ মিয়া। তার দেশের বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

জানা গেছে, গাড়ি পার্কিং নিয়ে ওই দুই লোকের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ওই ভারতীয় নাগরিক বাংলাদেশি ব্যবসায়ীকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়ে। স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই ব্যবসায়ীকে মৃত ঘোষণা করেন।

পুলিশের কাছে হত্যাকারী ওই ভারতীয় নাগরিক আত্মসমর্পণ করেছে। তার দাবি, আত্মরক্ষার্থে গুলি চালিয়েছেন তিনি।

আনন্দবাজার/টি এস পি

সংবাদটি শেয়ার করুন