ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মার্কিন ঘাঁটিতে রকেট হামলা

সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয-যোর প্রদেশের একটি তেলক্ষেত্রের নিকট অবস্থিত মার্কিন ঘাঁটিতে কয়েকটি রকেট আঘাত হেনেছে। গতকাল মঙ্গলবার শেষ বেলায় সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থ সানা এ তথ্য জানায়।

বার্তা সংস্থ সানা জানিয়েছে, দেইর আয-যোর প্রদেশের কনোকো তেলক্ষেত্রের নিকট মার্কিন ঘাঁটিতে রকেটগুলো আঘাত হানে। এই তেলক্ষেত্রটি মার্কিন সামরিক বাহিনী এবং কুর্দি গেরিলারা নিয়ন্ত্রণ করে থাকে। তবে রকেট হামলায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি পরিষ্কার কোনো তথ্য এখনও পাওয়া যায় নি।

জানা যায়, সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কামিশলি শহরের কাছে একটি চেক পয়েন্টে মার্কিন হেলিকপ্টার থেকে হামলা চালিয়ে একজন সিরিয় সেনা হত্যা এবং দুজনকে আহত করার একদিন পর মার্কিন ঘাঁটিতে এ রকেট হামলা চালানো হয়।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন