ঢাকা | মঙ্গলবার
২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘের কবল থেকে সন্তানকে ছিনিয়ে আনলেন মা

মায়ের কাছে সন্তানরা পরম অমূল্য সম্পদ। সন্তানের যেকোনো বিপদে জীবন দিয়ে হলেও রক্ষা করেন মা। সম্প্রতি ঠিক এমনই এক ঘটনায় আবারও তা প্রমাণ হয়েছে। ঘটনাটি ঘটেছে ভারতের পঞ্চমহল এলাকার ঘোঘাম্বায়। দুই বছর বয়সী একটি শিশুকে আক্রমণ করেছিল একটি চিতা বাঘ।

শিশুটির মাথা ধারালো দাঁত দিয়ে চেপে ধরে চিতা বাঘটি। ঘটনা দেখে সাথে সাথে ছেলের পা ধরে টান মারেন মা। এর পরই চিতা বাঘটির দিকে তেড়েও যান ওই নারী। তাতেই ভয় পেয়ে পালিয়ে যায় চিতা বাঘটি। চিৎকার শুনে সাহায্যের জন্য এগিয়ে আসেন আশেপাশের প্রতিবেশীরাও।

স্থানীয় বন দপ্তরের কর্মকর্তারা জানান, জঙ্গলের পাশেই বাড়ি ওই শিশুটির। বাড়ির সামনের ঘরে নিজের মায়ের সাথে শুয়ে ছিল শিশুটি। চাষের কাজের জন্য বাইরে ছিল তার বাবা। সেই সময়ই জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে একটি চিতা বাঘ। শিশুটির মাথায় দাঁত দিয়ে চেপে ধরে বাঘটি। চিতাটি বেশি জোরে শিশুটির মাথায় কামড় বসাতে পারেনি, সেই সুযোগটাই কাজে লাগায় মা। টান দিয়ে নিজের কাছে নিয়ে আসে শিশুকে।

এ ঘটনার পরপরই শিশুটিকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। বন দপ্তরের প্রধান কর্মকর্তা ভিজি মাকওয়ানা জানান, শিশুটির ডান চোখের ওপর সেলাই লেগেছে। মাথায় চোটও রয়েছে। তাকে ভদোদরার এসএসজি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আনন্দাবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন