সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ইতালির গণমাধ্যমে বাংলাদেশের ভুয়া করোনা সার্টিফিকেটের খবর

বর্তমানে বাংলাদেশে করোনাভাইরাস এর ভুয়া সনদ বিক্রি হচ্ছে বলে ইতালির একাধিক জাতীয় দৈনিকে বুধবার (৯ জুলাই) খবর প্রকাশ করা হয়েছে। দেশের এই বিষয়টি এখন সমগ্র ইতালিতে ‘টক অব দ্য কান্ট্রি’।

এদিকে, ইতালিরর বেশ কয়েকটি গণমাধ্যম ‘সাড়ে তিন হাজার টাকায় বাংলাদেশে ভুয়া করোনা সার্টিফিকেট’ শিরোনামে খবর প্রকাশ করেছে। যার ফলে দেশটিতে এখন বাংলাদেশিরা চরম বিব্রতকর পরিস্থিতির মধ্যে রয়েছেন।

এছাড়া, ইতালির রোম থেকে প্রকাশিত দেশটির শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক ‘ইল মেসেঞ্জারো’ পত্রিকার প্রধান প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বাংলাদেশের করোনা সার্টিফিকেট নিয়ে। ‘দাল বাংলাদেশ কন তেস্ত ফালসি’ বা ‘বাংলাদেশ থেকে ভুয়া টেস্ট সহকারে’ শিরোনামের খবরে জানানো হয়েছে, বাংলাদেশে জ্বর নিয়েও দেশ ছাড়তে মাত্র ৩৬ ইউরো বা সাড়ে তিন হাজার টাকার প্রয়োজন।

অন্যদিকে ইয়াহু নিউজের পার্টনার ‘ইয়াহু ফিনাঞ্জা’ ছাপিয়েছে, বাংলাদেশে দুর্নীতিবাজ চিকিৎসকরা ভুয়া ‘করোনা নেগেটিভ সার্টিফিকেট’ বানিয়ে দেন যা দিয়ে বিমানবন্দরের চেক পার হয়ে দেশত্যাগ করা যায়।

আনন্দবাজার/শাহী

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  জনপ্রিয়তায় ফেসবুকে আমি প্রথম, মোদি দ্বিতীয় : ট্রাম্প

সংবাদটি শেয়ার করুন