পাকিস্তানের সবচেয়ে বড় ও জনবহুল শহর করাচিতে আজ সোমবার (২৯ জুন) সকাল সকালই চার বন্দুকবাজ হামলা চালায়৷ এদিন আচমকাই করাচি স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ে প্রবেশ করে এলোপাথাড়ি গুলি চালায় ওই চার জন বন্দুকবাজ। এ ঘটনায় গোটা শহরজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, এখন পর্যন্ত এ ঘটনায় পাঁচজন সাধারণ মানুষের নিহত হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও কয়েক জন। পাকিস্তানের সংবাদসংস্থা জিও নিউজের খবর অনুযায়ী, স্টক এক্সচেঞ্জ বিল্ডিংয়ের মেন গেটের সামনেই গ্রেনেড ছোড়ে জঙ্গিরা ৷ তারপর এলোপাথাড়ি গুলি চালাতে থাকেন বন্দুকধারীরা৷
পাকিস্তানের পুলিশ সূত্র মতে, বিল্ডিংয়ে প্রবেশ করা চার জঙ্গির মধ্যে তিন জনকেই হত্যা করতে সফল নিরাপত্তাবাহিনী ৷ বাকি এক জঙ্গি এখনও বিল্ডিংয়ের ভিতরেই রয়েছে বলে জানা যায়৷ গোটা বিল্ডিংটি ঘিরে ফেলা তাকে আটকের চেষ্টা চলছে।
আনন্দবাজার/এম.কে