ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে পঙ্গপাল ব্যবহৃত হচ্ছে মুরগির খাদ্য হিসেবে

সম্প্রতি পঙ্গপাল দমন করতে এক অভিনব উপায় বের করলো পাকিস্তান সরকার। পঙ্গপালে সবচেয়ে বেশি আক্রান্ত পাঞ্জাব প্রদেশ। এই পোকার আক্রমণ রোধ করতে চাষীদের দিয়েই সংগ্রহ করা হচ্ছে পঙ্গপাল। যেগুলো পরে ব্যবহৃত হচ্ছে মুরগির খাদ্য হিসেবে। এতে বেশ ভালই ফলাফল মিলেছে।

জানা গেছে, ২৫ বছরেরও বেশি আগে পাকিস্তানে প্রথম হানা দেয় পঙ্গপাল। এ জন্য বেশ কয়েকবার পোকার আক্রমণে বড় ক্ষতির সম্মুখীন হয় দেশটি। চলতি বছরও পঙ্গপালের আক্রমণে হাজার হাজার একর জমির শস্য নষ্ট হয়েছে।

২০১৯ সালেও ব্যাপকভাবে পঙ্গপাল আক্রমণ করে পাকিস্তানে। টিয়ারগ্যাস, আগুন, সাইরেন এমনকি ড্রোন দিয়ে পোকানাশক ছিটিয়েও দমন করা যাচ্ছিল না এসব খাদক পোকা। বাধ্য হয়ে চলতি বছরের শুরুতে আক্রান্ত এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করে ইমরান খানের সরকার।

তবে বর্তমানে কিছুটা হলেও সমাধান মিলেছে দেশটিতে আক্রমন দমন করতে মুরগির খাদ্য হিসেবে ব্যবহার হচ্ছে পঙ্গপাল। প্রশিক্ষিত চাষীরা এবার বস্তাভর্তি করে পঙ্গপাল বিক্রি করছে। প্রতি কেজি ২০ পাকিস্তানি রুপি মূল্যে পোকা কিনে নিচ্ছে প্রাদেশিক সরকার। ফলাফলও মিলেছে, ইতোমধ্যে এই পদ্ধতি অবলম্বন করে অনেকটাই কমেছে পঙ্গপালের আক্রমন।

আনন্দবাজার/এইচ এস কে

সংবাদটি শেয়ার করুন