ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ইরানের সাথে সমঝোতা চান ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব তাড়াতড়ি ইরানের সাথে একটি সমঝোতায় পৌঁছানোর আগ্রহ প্রকাশ করেছে। প্রশাসনের ইরান সংক্রান্ত নীতির ব্যর্থতার ফলে ট্রাম্প যখন আমেরিকার ভেতরে ব্যাপকভাবে সমালোচিত হচ্ছেন তখন এ আগ্রহ প্রকাশ করলেন তিনি।

গতকাল আমেরিকার ওকলাহোমা অঙ্গরাজ্যের টুলসা শহরে এক নির্বাচনি সমাবেশে ট্রাম্প জানান, তার প্রধান প্রতিদ্বন্দ্বী জো বাইডেন যাতে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে পারেন সে চেষ্টা করছে ইরান ও চীন। তাই আমি ইরানের সাথে খুব তাড়াতাড়ি একটি সমঝোতায় পৌঁছার জন্য প্রস্তুত আছি।

অপরদিকে ইরান জানান, আমেরিকাকে বিশ্বাস করা সম্ভব না। যে দেশটি একবার পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে আরেকবার সমঝোতার জন্য তার ওপর আস্থা রাখা যায় না। তাছাড়া গতকাল ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ জানান, ওয়াশিংটনের সাথে কোনও ধরনের আলোচনায় যাবে না তেহরান।

আনন্দবাজার/এফআইবি

সংবাদটি শেয়ার করুন