ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধকে ছাড়াল

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের অনেকটা সময় পেরিয়ে গেলেও এর প্রকোপ কমার তেমন জোরালো লক্ষণ নেই যুক্তরাষ্ট্রে। গত চব্বিশ ঘণ্টায় আরও ৭২০ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এতে করোনায় মৃত্যু সংখ্যা প্রথম বিশ্বযুদ্ধে দেশটিতে মোট প্রাণহানীকেও ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

জনস হোপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় মঙ্গলবার (১৬ জুন) রাত সাড়ে ৮টা পর্যন্ত (বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৬টা) যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মোট মৃত্যের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৫৪ জন। যা কিনা প্রথম বিশ্বযুদ্ধে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মৃত্যুর চেয়েও বেশি। ১৯১৪ থেকে ১৯১৮ সাল পর্যন্ত চলা ‘গ্রেট ওয়ার’ নামে ওই বিশ্বযুদ্ধে মিত্রশক্তির পক্ষ হয়ে জড়িয়ে বিজয়ী হলেও যুক্তরাষ্ট্রের লক্ষাধিক মানুষ প্রাণ হারিয়েছিল।

এর আগে এপ্রিলের শেষের দিকে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু সংখ্যা গত শতকে পরাজিত হওয়া ১৬ বছরের দীর্ঘ ভিয়েতনাম যুদ্ধে দেশটির যত মানুষ নিহত হয়েছিল সেই সংখ্যাকেও পার করে যায়।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি বিপর্যস্ত দেশ যুক্তরাষ্ট্র। আক্রান্ত ও মৃত্যু উভয় তালিকাতেই অনেক আগেই সবার শীর্ষে অবস্থান নিয়েছে তারা।
গত দুদিন মৃত্যু সংখ্যা চারশোর নিচে থাকায় ধারণা করা হচ্ছিল যুক্তরাষ্ট্রের পরিস্থিতি অনেকটা ভালোর দিকে যাচ্ছে। কিন্তু গত চব্বিশ ঘণ্টায় ফের সাতশো ছাড়ানো মৃত্যু দেখল দেশটি।

পরিস্থিতির তেমন একটা উন্নতি না হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে চালু করা হয়েছে ব্যবসা-বাণিজ্যের সকল প্রতিষ্ঠান।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন