ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নেপাল : সমস্যা সমাধানে উদ্যোগী ভারত

চীনের সাথে সীমান্ত নিয়ে উত্তাপ এখনও থামেনি, এর মাঝেই নেপালের সাথেও সীমান্ত সমস্যায় জড়ালো ভারত। উত্তরাখণ্ডের কিছু জায়গা তাঁদের জমি দেখিয়ে নতুন মানচিত্র তৈরী করেছে নেপাল। অতঃপর নড়েচড়ে বসল ভারত।

নেপালের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত বিরোধের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানান, ভারত এবং নেপালের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে। আলোচনা করলে তা মিটে যাবে। ভারত ও নেপালের সম্পর্ক শুধুমাত্র আর্থিক বা সামাজিক নয়, বরং আধ্যাত্মিকও। ভারতের কাশী বিশ্বনাথ, অমরনাথকে বাদ দিয়ে কি নেপালের পশুতিনাথকে ভাবা যায় না। বেশ কয়েকদিন ধরে নেপালের সঙ্গে সীমান্ত বিরোধ নিয়ে উত্তেজনা তুঙ্গে ওঠার পর এই প্রথম ভারতের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী এ বিষয়ে প্রতিক্রিয়া জানালেন। বিরোধ মেটানোর একটা উদ্যোগের কথা শোনা গেল।

ভারতে কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিশেষজ্ঞরাও বলছেন, আলোচনাই হচ্ছে নেপালের সঙ্গে সমস্যা সমাধানের একমাত্র রাস্তা। চীনের সাথে এভাবেই উত্তেজনা কমিয়েছে ভারত। সূত্র জানাচ্ছে, নেপালের সাথে আলোচনার মাধ্যমেই সমস্যা মেটানোর জন্য শীগ্রই প্রয়াসী হবে ভারত।

আনন্দবাজার/তা.তা

সংবাদটি শেয়ার করুন