সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১লা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

পুরুষের শুক্রাণুতে করোনার উপস্থিতি, চীনা গবেষকদের দাবি

পুরুষের শুক্রাণুতেও করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করছেন একদল চীনা গবেষক। এমনকি সুস্থ হওয়ার পরেও শুক্রাণুতে করোনার উপস্থিতি থাকার শঙ্কা আছে বলে জানান তারা। তাই যৌন সম্পর্কের মাধ্যমে কোভিড-১৯ ছড়ানোর আশঙ্কা করছেন চীনা গবেষকরা।

ওই গবেষণায় চীনের শাংকিউ মিউনিসিপ্যাল হাসপাতালে চিকিৎসা নেয়া ৩৮ পুরুষের নমুনা নেয়া হয়েছিল। তাদের মাঝে ৬ জনের শুক্রাণুতে করোনার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা, যার হার ১৬ শতাংশ। এদের এক-চতুর্থাংশই তখন মারাত্মক সংক্রমণের পর্যায়ে ও প্রায় ৯ শতাংশ সেরে ওঠার পর্যায়ে ছিলেন বলে গবেষকরা জানিয়েছেন। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার এ খবর প্রকাশ করেছে।

গবেষকরা বলছেন, যেহেতু স্বল্পপরিসরে এই গবেষণা চালানো হয়েছে, তাই এখনই বলা যাচ্ছে না যে, যৌন সম্পর্কের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় কিনা? এ জন্য বিষোদ গবেষণার দরকার আছে।

আনন্দবাজার/এফআইবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  তেলের মূল্যহ্রাসের বড় সুযোগ নিয়েছে চীন

সংবাদটি শেয়ার করুন