পুরুষের শুক্রাণুতেও করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে দাবি করছেন একদল চীনা গবেষক। এমনকি সুস্থ হওয়ার পরেও শুক্রাণুতে করোনার উপস্থিতি থাকার শঙ্কা আছে বলে জানান তারা। তাই যৌন সম্পর্কের মাধ্যমে কোভিড-১৯ ছড়ানোর আশঙ্কা করছেন চীনা গবেষকরা।
ওই গবেষণায় চীনের শাংকিউ মিউনিসিপ্যাল হাসপাতালে চিকিৎসা নেয়া ৩৮ পুরুষের নমুনা নেয়া হয়েছিল। তাদের মাঝে ৬ জনের শুক্রাণুতে করোনার উপস্থিতি পেয়েছেন চিকিৎসকরা, যার হার ১৬ শতাংশ। এদের এক-চতুর্থাংশই তখন মারাত্মক সংক্রমণের পর্যায়ে ও প্রায় ৯ শতাংশ সেরে ওঠার পর্যায়ে ছিলেন বলে গবেষকরা জানিয়েছেন। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি জার্নাল অব আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনে প্রকাশিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান শুক্রবার এ খবর প্রকাশ করেছে।
গবেষকরা বলছেন, যেহেতু স্বল্পপরিসরে এই গবেষণা চালানো হয়েছে, তাই এখনই বলা যাচ্ছে না যে, যৌন সম্পর্কের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় কিনা? এ জন্য বিষোদ গবেষণার দরকার আছে।
আনন্দবাজার/এফআইবি