ঢাকা | বুধবার
১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ,
১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মুষড়ে পড়েছেন ডোনাল্ড ট্রাম্প

হোয়াইট হাউসে করোনার হানায় অনেকটাই  মুষড়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পরিবারের ব্যক্তিগত এক কর্মকর্তা আক্রান্ত হওয়ায় ট্রাম্প সংক্রমিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। 

সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির নৌবাহিনীর একজন সদস্য যিনি নিয়জিত রয়েছেন ট্রাম্পের পরিবারের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত প্রতিনিয়ত প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির কাজ করেছেন তিনি।

এই কর্মকর্তার করোনা আক্রান্ত হওয়ার খবর বুধবার পেয়েছেন ট্রাম্প। আর এতে প্রেসিডেন্ট কিছুটা বিচলিত হয়ে যান। পরে হোয়াইট হাউসের চিকিৎসকরা একাধিকবার ওই কর্মকর্তার করোনা পরীক্ষা করলেও ফল আসে পজিটিভ।

বৃহস্পতিবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে প্রেসিডেন্টের ওই কর্মীর করোনায় আক্রান্ত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছে।

আনন্দবাজার/শহক

সংবাদটি শেয়ার করুন