এ বছরেই করোনাভাইরাসের টিকা পাওয়া যাবে বলে বিশ্বাস করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এমন বিশ্বাসের কথা জানান তিনি।
ট্রাম্প প্রশাসনের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করেন, আগামী বছর নাগাদ করোনাভাইরাসের টিকা বাজারে আসতে পারে। তবে প্রেসিডেন্ট তাদের চেয়ে এক ধাপ এগিয়ে নিজের বিশ্বাসের কথা বলেছেন।
ট্রাম্প বলেন, এ বছরের শেষ নাগাদ করোনাভাইরাসের টিকা হাতে পাওয়ার ব্যাপারে আমি আত্মবিশ্বাসী। এর জন্য আমরা কঠোর পরিশ্রমও করছি।
তিনি আরও বলেন, আমরা এখনও চূড়ান্ত টিকার দেখা পাইনি। তবে এরই মধ্যে সরবরাহ ব্যবস্থা নিয়ে আলাপ শুরু হয়েছে বলে দাবি করেন তিনি। জনসন অ্যান্ড জনসন কোম্পানির নাম উল্লেখ করে ট্রাম্প বলেন, অনেক কোম্পানি টিকা তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে।
এদিকে জনসন অ্যান্ড জনসন কোম্পানি জানায়, ২০২১ সালের শুরুতে টিকা বাজারে আনা সম্ভব হতে পারে।
আনন্দবাজার/ টি এস পি