শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

কারাগারে সহিংসতায় নিহত ৪৬ জন

ভেনেজুয়েলার পশ্চিমাঞ্চলীয় শহর গুয়ানারের লস লিয়ানোস কারাগারে সহিংসতায় অন্তত পক্ষে ৪৬ জনের প্রাণ হারিয়েছে। এ সময় কারারক্ষী এবং গভর্নরসহ আহত হয়েছে আরও অনেকে।

কারাগার পর্যবেক্ষণকারী সংস্থা ভেনেজুয়েলান প্রিজন অবজারভেটরি বলেছেন, সম্প্রতি করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে বাড়তি কড়াকড়ি নিয়ম আরোপ করা হয়েছে দেশটির কারাগারগুলোতে। নতুন নিয়মে স্বজনদের কাছ থেকে খাবারপ্রাপ্তি বন্ধ গেছে। এতে অসন্তোষ দেখা দেয় বন্দীদের মাঝে। এছাড়া লস লিয়ানোস কারাগারে মাত্র আড়াইশো বন্দি থাকতে পারে। তবে অন্য জায়গায় বন্দিদের রাখার ব্যবস্থা করতে না পেরে একসাথে গাদাগাদি করে ওই জেলে প্রায় সাড়ে পাঁচশ বন্দিকে রাখা হয়েছিল।

ভেনেজুয়েলার কারামন্ত্রী আইরিস ভ্যারেলা সেদেশের একটি সংবাদমাধ্যমকে বলেছেন, কারাগারটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কিন্তু এতে কতজন মারা গেছে তা নিশ্চিত করেননি তিনি।

বন্দিরা পালানোর প্রচেষ্টা চালিয়েছিল বলে কারা কর্তৃপক্ষের এ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ভেনেজুয়েলান প্রিজন অবজারভেটরি। এ বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তারা।

আনন্দবাজার/এফআইবি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  কথাসাহিত্যিক নিমাই ভট্টাচার্য আর নেই

সংবাদটি শেয়ার করুন