মহামারি করোনা ভাইরাসের চাপ সামলাতে ব্যস্ত ব্রিটেনের প্রতিষ্ঠানগুলো। এরই মাঝে রাশিয়া এবং ইরানের সাইবার হামলার নজরে পড়েছে ব্রিটেনের বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট।
আজ রোববার (৩ মে) ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ওইসব দেশের হ্যাকাররা যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইট হ্যাক করে করোনার ভ্যাকসিনের গোপন তথ্য জানার চেষ্টা করেছে। এমনকি ব্রিটিশ গবেষকরা যেসব কিট নিয়ে গবেষণা করছেন সেসব জানার জন্যও এ ধরনের চেষ্টা বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের প্রধানরা জানান, ইরান এবং রাশিয়ার হ্যাকাররা নিন্দনীয় কাজ করেছে। প্রায় ২৪ ঘণ্টা চেষ্টা করে হ্যাকিং ঠেকানো সম্ভব হয়েছে।
গত সপ্তাহে এ ধরনের চেষ্টা চালানো হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়েবসাইটেও। আমেরিকার ন্যাশনাল কাউন্টার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি সেন্টারের প্রধান বিল ইভানিনা জানিয়েছেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের চিকিৎসক থেকে শুরু করে গবেষকদের সতর্ক করে দেওয়া হয়েছে।
তিনি আরো বলেন, আমরা বিষয়টি নিয়ে কাজ যাচ্ছি। আমরা চেষ্টা করছি তথ্য-উপাত্ত নিরাপদে রাখাতে। আমাদের শঙ্কা- আমাদের গবেষকদের তথ্য পাওয়ার জন্য চীনের কমিউনিস্ট পার্টি থেকে চেষ্টা করা হতে পারে।
আনন্দবাজার/এফআইবি