মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

শতবর্ষী বৃদ্ধার কাছে করোনার পরাজয়

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি মারা যাচ্ছে বয়স্ক ব্যক্তিরা। আর বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে বড়ই নির্দয় এই ভাইরাস। এরপরেও সবাইকে অবাক করে করোনা যুদ্ধে জয়ী হয়েছেন ১০২ বছরের এক বৃদ্ধা।

সিঙ্গাপুরের লি আহ মোই বৃদ্ধাশ্রমের বাসিন্দা ছিলেন আক্রান্ত এই নারী।  তার জন্ম হয়েছিল  ১৯১৮ সালে। সেবছর বিশ্বজুড়ে দেখা দিয়েছিল স্প্যানিশ ফ্লু নামক এক মহামারি । এতে আক্রান্ত হয়েছিলেন এই ডাচ বংশদ্ভুত বৃদ্ধা ।

সিঙ্গাপুরের একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন এই বৃদ্ধা। এর মধ্য দিয়ে ভাইরাসে আক্রান্ত হয় তারপর সুস্থ হয়েছেন এমন মুষ্টিমেয় কিছু শতবর্ষীর তালিকায় নাম লেখালেন।

আলোচিত বৃদ্ধার পাঁচ সন্তান-সন্তনদি। তাদের সূত্রে তিনি ১১ নাতি-নাতনী এবং তাদের ১৩ সন্তানের নানী ও দাদি।

এর আগে নগররাষ্ট্র সিঙ্গাপুরের লি আহ মোই বৃদ্ধাশ্রমের ১৬ জন অধিবাসী এবং কর্মচারী করোনায় আক্রান্ত হন। আলোচিত বৃদ্ধা ছিলেন তাদেরই একজন। সিঙ্গাপুরভিত্তিক দৈনিক স্ট্রেইটস টাইমস প্রথম তার সুস্থতার খবর প্রকাশ করে।

লি আহ মোই বৃদ্ধাশ্রম তাদের এক ফেসবুক পোস্টে লিখেছে, ‘আজ খুবই খুশির দিন। কোভিড-১৯ ভাইরাসকে পরাজিত করতে তিনি কঠিন লড়াই করেছেন। আমরা তাকে আন্তরিক অভিনন্দন জানাই।’

আনন্দবাজার/রনি

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  মিশেল ওবামার সমালোচনার কড়া জবাব দিলেন ট্রাম্প

সংবাদটি শেয়ার করুন